মাছরাঙা মগ্নতায়
মাছরাঙা মগ্নতায় মাছরাঙা মগ্নতায় ঐ যে দুরে, দিগন্তের ধার ঘিঁসে হালকা কালো মেঘে জুমেছে, বোধ হয় বৃষ্টি ঝরবে এক্ষনি। ছুঁয়ে যায় বাতাস লাজুক লতার পরশ লজ্জাবতির মত নুয়ে পরে সহসা বৃষ্টির ফোটা ঈশান কোণে মেঘদুত বেহুলা কালো বজ্র রাক্ষসী মেঘের দোলায় দুলে ভেলা সাদা কাপড়ে ঢাকা নিঃষ্প্রাণ দেহ, ভেলায় বহ্নিশিখা উতল যৌবণ ঢেউ মাছরাঙা মগ্নতায়। […]