ভালবাসার দেখা
স্বপ্নে ঘেরা একটি সকাল তোমার সাথে প্রথম দেখা, সে দিন থেকে নতুন করে আমার ভালবাসতে শেখা। অনেক পাতায় অনেক লেখা সব কিছুরই একই মানে, ছোট্ট সেই নতুন কথার সবটুকু এই হৃদয় জানে। হয়ত তুমি ভাবছ এসব মিথ্যে আশার ফাঁকা বুলি, তোমার মনের রঙ তুলিতে আমার আঁকা স্বপ্ন গুলি। তোমার পানে তাকিয়ে থেকে মুছবে নাতো স্বপ্ন […]
প্রতিদিন উড়ে যাই তোমার নিকট
একটি পিপাসার্ত কাচপোকার মত ভয়ে অথবা নিশঙ্ক চিত্তে একাগ্র ছুটে চলা আগুনের লকলকে শিখাটির দিকে; মাটি কিংবা হাওয়ার ক্যানভাসে নিশ্বাসের মিহি ছাপ রেখে একদিন পৌঁছে যাবো ঠিক তোমার নিকট। দীর্ঘ অদর্শনের যাতনা ভুলে তুমি হয়তো চমকে উঠতে প্রথম দিনের মত; অবাকের ভঙ্গীতে আমি তোমার মুখোমুখি দেয়ালের আরশী হয়ে চোখে চোখ রেখে দাঁড়াতাম! হয়তো অনুরাগী অভিযোগে […]




সেরা বাংলা ব্লগ পুরস্কার পেলো -শৈলী













