অন্ধকারের জোনাক
হাওয়ার বানে ভেসে চলে নীলিমার মাশরুম সফেদ আঁচল
তার পাশে লাল ঘুড়ি মাথা তুলে দেখে দূরের আকাশ;
আমাদের স্বপ্নগুলো সংগোপনে অবিরাম ধেয়ে যেতে চায়
রঙিন সুতোর মাঞ্জা মারা সিঁড়ি বেয়ে।
নাটাইর গায়ে লেপ্টে থাকা পিতৃ ঋণ, জননীর অশ্রু, আঁধার অতীত;
আমাদের নিরাপদ পথ চলা ম্লান করে দেয় প্রতি দিন
অকস্মাৎ নষ্টবীজে উদ্ভূত অদৃশ্য কাঁটা-লতা; মিথ্যার দেয়াল;
লোভ আর লালসার গর্ভ-নিঃসৃত ধূসরিত ধুমজাল।
বেদনার ঘামে ভেজা দুশ্চরিত্র সময়ের ঘেরাটোপে
বাঁধা পড়ে আছে আমাদের বিক্ষত পরিকল্পনা।
স্বপ্নগুলো জ্বর-তপ্ত শীর্ণ দেহে শয্যাশায়ী। অন্ধকারে
তবু জোনাকিরা জ্বেলে রাখে আশার পিদিম;
রাত কেটে গেলে ভোর আসবে নিশ্চয়;
হোক না সে রাত নির্ঘুম অথবা প্রেম ভালোবাসা-হীন।
১৫-৫-২০১১
13 Responses to অন্ধকারের জোনাক
You must be logged in to post a comment Login