মহামণিষী কর্ণার
মহামণিষী কর্ণার বিভাগে এখন থেকে প্রথিতযশা কবি সাহিত্যিকদের নিয়ে রচিত সৃজনগুলোকে ট্যাগ করে দেওয়া হবে যাতে করে পাঠকদের খুঁজে পেতে বেগ পেতে না হয়। শৈলারদেরকে অনুরোধ করা হচ্ছে প্রথিতযশা কবি সাহিত্যিকদের নিয়ে রচিত সৃজনগুলো পোস্ট আকারে দেওয়ার সময় উক্ত কবি সাহিত্যিকদের সঠিক নাম দিয়ে ট্যাগ করার জন্য। ধন্যবাদান্তে, – শৈলী টাইপ-রাইটার, আড্ডা হোক শুদ্ধতায়, শিল্প আর সাহিত্যে।
কয়েকজন মহামণিষীদের জীবনী: