সুবিধা বঞ্চিত শিশু

—- জসিম উদ্দিন জয় —–
মরন-পরন জীবন-ধারন
অনাহারে রই,
খুদার- জ্বালা রোগ-বালা
কেমনে পড়ি বই।
ব্যথার-বড়ি হাতের-খড়ি
সকাল দূপুর সাঁঝে,
বোঝা-টানা জীবন- খানা
সময় কাটে কাজে।
জন্ম থেকে জ¦লছি মাগো
জীবন পুড়ে ছাঁই,
রাস্তা-ঘাটে মৃত্যু-ঘটে
দেখার কেউ নাই।
দামি-দামি জন-দরদি
সমাজে তারা যিশু,
শীতে আর খিদে, বুক ভাসে কেঁদে ,
আমি সুবিধা বঞ্চিত শিশু ।
——– ০ ———–
You must be logged in to post a comment Login