কুলদা রায়

একাত্তরের চলচ্চিত্র কারিগর

Decrease Font Size Increase Font Size Text Size Print This Page

২৬ মার্চ সকাল ১১টায় আনোয়ার শাহাদাত পরিচালিত মুক্তিযুদ্ধভিত্তিক মুভি কারিগর দেখানো হবে চ্যানেল আইতে।
একাত্তরের ছবি কারিগর। কাহিনী-সংক্ষেপ–একাত্তরে বরিশালের এক গ্রামে পাকবাহিনী হিন্দু নিধন করতে এসেছে। গ্রামের হাজাম (খাৎনাকারী) তাদের কাছে গিয়ে বলে– এখানে কোনো হিন্দু নাই। যারা ছিল তাদের মুসলমান করেছে তার বাবা আর সে নিজে। কারিগর এই কথাটা মাথায় পবিত্র কোর-আন শরীফ নিয়ে বলে। পাকবাহিনী তাঁর কথা বিশ্বাস করে। গ্রামে সেদিন গণহত্যা না করে ফিরে যায়। একটি জনপদের মানুষ প্রাণে বেঁচে যায় একটি মিথ্যে কথা বলার কারণে।
যাওয়ার সময় বলে যায়–তারা যাদের মুসলমান করেছে খাৎনা করে–তাদের তালিকা বানাও। কারিগর স্বামী-স্ত্রী দুজনে মিলে ঐ গ্রামের এবং আশেপাশের গ্রামের হিন্দুদের তালিকা বানাতে শুরু করে। হিন্দু নামের সঙ্গে নতুন মুসলমান নাম বসাতে থাকে। এর মধ্যে দেশ স্বাধীন হয়ে যায়। পরে কট্টরপন্থী হিন্দু এবং মুসলমান দুসম্প্রদায়ের মানুষই কারিগরকে মিথ্যে বলার কারণে একঘরে করে।

চ্যানেল আইতে দেখানো হবে এই ছবিটি ২৬ মার্চ সকাল এগারটায়। ছবিটি দেখুন।

আজ ২৪-এ মার্চ দুপুর ১২:৩০-এ আনোয়ার শাহাদাত পরিচালিত মুক্তিযুদ্ধ ভিত্তিক ছবি ‘কারিগর’ (The Circumciser) এর, স্বাধীনতা দিবস ২৬-এ মার্চ মুক্তি উপলক্ষে ‘চ্যানেল-আই’তে লাইভ প্রেস কনফারেন্স আছে।
কলা কুশলী ও ও ছবিটির পরিচালক উপস্থিত থাকবেন।
ছবিটির গল্প, চিত্রনাট্য, ফটোগ্রাফি, সম্পাদনা ও পরিচালনায়ঃ আনোয়ার শাহাদাত।

আজ ২৪-এ মার্চ দুপুর ১২:৩০-এ আনোয়ার শাহাদাত পরিচালিত মুক্তিযুদ্ধ ভিত্তিক ছবি ‘কারিগর’ (The Circumciser) এর, স্বাধীনতা দিবস ২৬-এ মার্চ মুক্তি উপলক্ষে ‘চ্যানেল-আই’তে লাইভ প্রেস কনফারেন্স আছে।
কলা কুশলী ও ও ছবিটির পরিচালক উপস্থিত থাকবেন।
ছবিটির গল্প, চিত্রনাট্য, ফটোগ্রাফি, সম্পাদনা ও পরিচালনায়ঃ আনোয়ার শাহাদাত।

শৈলী.কম- মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল‍্যাটফর্ম এবং ম্যাগাজিন। এখানে ব্লগারদের প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর। ধন্যবাদ।


One Response to একাত্তরের চলচ্চিত্র কারিগর

You must be logged in to post a comment Login