Hasan Mehedi

ছোট গল্প………..

সম্মোহিত নি:সঙ্গতা হাসান মেহেদী বৃষ্টির পর একটা কোমল বিকেলের ভেতর দিয়ে হাটতে হাটতে একটা অন্তরঙ্গ ছায়ার সামনে দাড়িয়েছি। সবাক ছায়ার ভেতর সপ্নময় সংবাদের মতো অন্ধকারে অন্ধকার ছুঁয়ে যাই। মেরুময় পৃথিবীতে আমিও আলাদা মানুষ। দেখতে চেয়েছি দৃশ্যের ভেতর সমূহ আকাঙ্খার পথ। জীবনের ভেতর অন্তবর্তী ভারচুয়াল জীবন, তার প্রকৃতি, তার প্রতিকনা শীতাতপ নিয়ন্ত্রিত মৃত্যু। হয়তো এখানেই আমার […]