ড. হাতাশি

বিজ্ঞান কল্পকাহিনীঃ রিও দে লা প্লাতা!

সে স্মৃতি হাতড়ে চলে গেল তার অতি প্রিয় শৈশবে, নিউরনের স্তরে-স্তরে তন্নতন্ন করে খুজতে থাকল। সেখানে সে তার স্মৃতিতে থাকা প্রথম দিনটিকে খুজে পেল; তখনো হাটতে শিখে নি। ভাইবোনদের কোলে চড়ে দুষ্টুমি করে বেড়াত- এমনি দু’চারটে দিনের কথা তার মনে পড়ে। তারপরের স্মৃতিটা ছিল যখন সে সবেমাত্র হাটতে শিখেছে, কারো সাহায্য ছাড়াই একা হাটতে পারার […]