পদ্য

 চারুমান্নান

তুমি হারা আঁধারে ডুবে স্বপ্নচাতুরতা

তুমি হারা আঁধারে ডুবে স্বপ্নচাতুরতা বর্ষা জলে ভেজা বন কুন্তল হিজল, তমাল, শিষ মনের হরষে উঠছে নেচে হাওয়ার তালে সবুজ পাতার অপার মায়া আকাশ পানে উড়ে ঐ স্বপ্ন ঘু‍ড়ি শঙ্খচিলের ডানায় ভেসে। আমি তোমার অভিসারের পথ ভুলে যাই, বরিষণের এমন দিনে জলের ছোঁয়ায় তৃঞ্চা বাড়ে ফিরে পায় নদী সাগড় মোহনায় তুমি হারা আঁধারে ডুবে স্বপ্নচাতুরতা। […]

 খন্দকার নাহিদ হোসেন

যাবজ্জীবন

শ্রাবণে নাও ডুবে যায় চেনা ঘাট স্মৃতিতে পিচ্ছিল রক্তের রেখা বড়ই কাঁটায় গাঙে জলের ঢেউয়ে ঢিল। ডোবা ভাসা জীবনের ভিতর কথার বুদ্বুদে ভালোবাসার বুলি বুকের চরে খড়বিচালির ঘর মাটির পায়ে মানায় চান্দ্রধুলি? এভাবে হাতড়ে খুঁজি আমায় ছিঁড়েখুঁড়েই যদি মোরে পাই ভার্টিক্যাল দাঁড়িয়ে থাকে ঠায় কাছের মানুষ স্বপ্নের ছাই। উঠান উপচানো শিউলি জানে ঝরা অশ্রুর ভেজা […]

 অবিবেচক দেবনাথ

এমন বন্ধুত্ব চাই

জীবনের বেলাভূমির অন্তঃসমীকরণে বসি হিসেব মিলাই পিথ্যাগোরাসের সূত্র ধরে কিংবা নিউটনের মহাকর্ষের সূত্র নিয়ে ভাষ্করাচার্য্যের জ্যোতিবিদ্যার সূত্রও রেখেছি সব তত্ত্বধারায় রাসায়নিক সমীক্ষা টানি, পেয়েছি এক অন্তঃমিলন শিক্ষা যে শিক্ষার ভাববস্তু হল টান। এই টান পরস্পরের যোজন-বিয়োজনে কিংবা ইন্টিগ্রেশন-ডিফারেনশিয়েশনে প্রমানিত ফলাফল তার ২৮৪ ও ২২০ এর উৎপাদকসমূহের যোগফলের সমতুল্য। অন্তরের দৃঢ়তার দিকে পল্লব কুঁড়ি চাহে কিংবা […]

 চারুমান্নান

সময় কড়চা

সময় কড়চা ~~~১ ফির জনমে রাধা হব বিরহ যাতনায় কঙ্কাল বুক হিজল ব‍ন বর্ষায় ভিজে ঘুমের তন্দ্রায় স্বপ্ন যত। ফির জনমে বর্ষা হব ঝরে ঝরে, বিলিয়ে নিঃস্ব মাছরাঙা ঠোঁটে একটু আশা খ‍ানিক সুখের জোয়ারে। ~~~২ মরা নদী প্রাণ পেয়েছে উত্তাল ঢেউয়ে বুক খেয়া মাঝির বান ডেকেছে বৈঠা খেলায় জলের স্রোত। মরা নদী হিংস্র দহ তৃঞ্চায় […]

 অবিবেচক দেবনাথ

আমরা সবাই মিলে স্বপ্ন সাজাতে চাই

[অনেকদিন পর আবার শৈলীতে নতুন লেখা পোষ্ট দিলাম। আজই লিখলাম কবিতাটি,  ভালো-মন্দ বিচার আর তীব্র সমালোচনা চাই ————-] আজ স্বপ্নকুঠিরে সবাই মিলে স্বপ্ন সাজাতে চাই মানবতার স্বপ্ন-সৌহার্দ্যে কে কে আসবে হাত বাড়াই আমরা তাদের নিয়ে স্বপ্ন গড়াই, আমরা তাদের নিয়ে স্বপ্ন গড়তে চাই। আমরা আজ স্বপ্ন গড়ব তৃণসনে, স্বপ্ন গড়ব দীনজনে অবক্ষয়রোধে, মনুষ্যত্ববোধে আমরা মন […]

 চারুমান্নান

ঐ পথে চেয়ে থাকি আসবে সে

ঐ পথে চেয়ে থাকি আসবে সে জানি সে ফিরবেই হাওয়ার চন্দনের টিপ পরে। আসবে ভেসে মৃত্যু ঘ্রাণ নদীর জোয়ারে জ্যোত্স্না যবে পরেছে ঢলে আমার ক‍ঙ্কাল বৈধব্য, শুভ্র বসন নেই আগল খোলা খিরকী আমার দেখবার সহবাস। ঐ পথে চেয়ে থাকি আসবে সে গড়িয়ে বেলা, সাঁঝে না হয় রাত গভীর হলে! যখন খেলবে খেলা আঁধার উদল গায় […]

 চারুমান্নান

সুবর্ণ সভ্যতার দ্বীপশিখা

সুবর্ণ সভ্যতার দ্বীপশিখা আমি উর, প্রতি রাতের সাথি বলতে পার, সুজন বন্ধু সে আমার আঁধারের মৃত্যুকুপে স্নান সেরে উঠে রাত। বেলা শেষে আঁধার নেমে এলেই আমি রাতের প্রেমিক বুনে যাই আমার হাতে রাতের হাত পাশাপাশি দু’জন শরীর মগ্নতায় আঁধারের তাবর নেশায় দু’জনে মাতাল মধু পানে ভ্রমর যেমন, ভেসে আসে সীৎকারের ঘ্রাণ আঁধার চুপসে যায় নেশায়। […]

 চারুমান্নান

হউক সে পথের বাঁকে।-সবাইকে বন্ধু দিবসের শুভেচ্ছা

হউক সে পথের বাঁকে। এইতো সেদিন, অফিস বিড়ম্বনার পথের বাঁক ছেড়ে হাটছিলাম এক নতুন প‍থ ধরে। আর সেই পথেই দেখা হল অচেনা এক বন্ধু সাথে মুখখানা বড্ড চেনা চেনা লাগছিল, সে কি কিশোর বন্ধু ছিল? ভাবতে পারছি না, পথের ধুলার উপর যেন ভেসে উঠল বন্ধুদের এক ঝাঁক স্মৃতির মুখাবয়ব। হ্যাঁ,না, প্রশ্নের মুখোমুখী হতেই সে বাদ […]

 চারুমান্নান

কালের বিবর্ণ হাসুলীর বাঁকে

কালের বিবর্ণ হাসুলীর বাঁকে ‍কালের বিবর্ণ হাসুলীর বাঁকে নিরব সময় বেদনা বিধুর কোজাগরী জ্যোস্না ভাবায় না, স্বপ্ন অবয়ব সব আমার করেছে লুট রাতভর আঁধার ঘরটায়! শুধু আমার সাথে এই বিলাসী বৈভব কেন? ভাবনার ইশারায় বৃষ্টি ঝরে শুধু সেই শিহরণ পুলকিত বটে, হূদয় পটে শুধু পুতুল নাচ শরীর যেন হাওয়ায় ভাসে বন্ধা ‍মেঘের পাঁজরে নিয়েছি ঠাঁই, […]

 চারুমান্নান

আমি মেঘের মত হারানো স্বপ্ন চাই।

আমি মেঘের মত হারানো স্বপ্ন চাই। ‍আমি মেঘের মত হারানো স্বপ্ন চাই। দিবা ঘুমে স্বপ্ন যাতনা বৃষ্টির বি‍রহ, বিচ্ছেদ কথক! ডুবে রয় ডাহুকী স্মৃতির গভীরে পান‍‍কৌড়ির ডুব সাঁতারে নেতিয়ে পরে কৃঞ্চপালক,বর্ষার বৃষ্টি খুঁজে ফিরে রৌদ্র পুঁই মাচায় বৃষ্টি ধোয়া সবুজ পাতা মেঘের সাথে পেতেছে দোস্তী; ঢলে পরা বেলায় চিক চিক সাঁঝ আলো স্বচ্ছ জলের নির্মল […]

 তাপস শর্মা

বলছে তাপস …..

বলছে তাপস ….. সব কিছু বাকি থাক আমার হিসেব খাতা জুড়ে, শুধু বয়ে চলবে তীব্র নিলাচ্ছ্ন্ন দ্রাঘিমারেখা,সময় থাকবে আপন বিস্তার নিয়ে, ডুবন্ত কাদা জলে একটু হাতরে মিথ্যে স্বপ্ন নিয়ে বাড়ি ফেরা,তুমি আরেকটু অতৃপ্তি দাও তারপর নুতন ভাবে শুরু করার পালা……

 চারুমান্নান

সে যে আমার পিপাসার জলাধার!

সে যে আমার পিপাসার জলাধার! সে যে আমার পিপাসার জলাধার! যখন মেঘ চুঁয়ে চুঁয়ে পড়ে জল আমি সেই চুঁয়ে পরা ফোটা দেখাম ছুঁয়ে জলের স্বভাব আমাকে কাঁপিয়ে ছিল খানিক তোমার অভিমানের কষ্টের মত! স্বপ্ন যাতনার অভিপ্রায়সম, আর সেই দিন ছিল নদীর ভাটা শুন্য হাঁড়ির জলের মত নদী উঠলো ফুঁলে ফেঁপে জোয়ারের সম্মোহন শরীর কাঁদে মেঘের, […]