চারুমান্নান

এলো বসন্ত বাহার!

এলো বসন্ত বাহার! গাছেরা শীতের খোলস ছাড়িয়ে নতুন পাতার কুঁড়ি, যেন ফিরে পেয়েছে যৌবণ। বনে বনে একি সাড়া পরেছে আজ দিক বদলের নতুন হাওয়া, দক্ষিণা হাওয়ায় একি শিহরন। কোকিল কহু স্বর ভেসে আসে, নতুন সবুজ পাতারা বাজায় বাঁসি। আজি এ ফাগুনে, লাগলো দোলা বসন্তের, তাইতো ফাগুনে আগুন কৃঞ্চচূড়ার ড‍ালে। ___________ ১৪১৭@১ ফাল্গুন, বসন্তকাল