অবিবেচক দেবনাথ

আজ রক্ত নেচেছে হোলিখেলায়

Decrease Font Size Increase Font Size Text Size Print This Page

আজ রক্ত নেচেছে হোলিখেলায়, রক্ত নেশা

 অন্ধকারের নাই দিশা আজ, শুধু তৃষা।

ক্ষুরধারার ক্ষুদার্ত তরবারি চলছে বেশ, অহনীশি

চারিদিক ধ্বনিত কুরুক্ষেত্র ভয়, সর্বনাশী।

ঝন-ঝন-ঝন ঢাল-তলোয়ার বাজে পবন, আর্তদহণ

সর্বনাশা ছোবল ধ্বজ্জ্বায় মৃতসবের, অরণ্যরোধন।

দিকে-দিকে আহাজারি‘তে আজ সুখ মুছেছে, আর্তবিলাপ

কেন আজ রক্ত সুখে চলছে খেলা, দহণ প্রলাপ!

এযে আজ, সকল আশার; ভালোবাসা, বরফ গলা জল

তাই; আত্মগ্লাণি মুছায়ে দিতে, করছে টলমল।

বুকেচাপা ব্যথার দেয়াল সব, সহেছি বড়

দেয়াল পিঠে বাঁচি কত আর, জড়সড়।

শুধু হোলিখেলার নোংরা সুখ, সংগোপনে

ক্ষুরধারার রক্ত প্রহসন, জনে-জনে।

ভরা পূর্ণিমার জোয়ারধারা, গ্রহণকালে

ঢাক, ঢোল, শিঙ্গায় রক্তখেলা; তালে-তালে।

নিগূঢ়সুখ রক্তজলে আজ করে স্নান, আহ্বান

ব্যথার পাহাড় ভাঙ্গে বিলাপে, আত্মম্লান!

শৈলী.কম- মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল‍্যাটফর্ম এবং ম্যাগাজিন। এখানে ব্লগারদের প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর। ধন্যবাদ।


You must be logged in to post a comment Login