ইউনিভার্সিটিতে একদিন (ছবিব্লগ)
কাল একটি পার্টি ছিল। নিজেরই আয়োজন ছিল। তাই ধকল গেল অনেক। এখনও ক্লান্তি বোধ হচ্ছে। ইউনিভার্সিটি থেকে ফিরে ফ্রেশ হয়ে বসে আছি। জানালার ধারে আসলাম। জানালার একটা ডালা খোলা। তাই শীত শীত করছিল বেশ। বন্ধ করতে গিয়ে দেখি বাইরে কি সুন্দর স্নো পড়ছে। ইস্, এই ব্যাপারটা এত ভাল লাগে দেখতে! এই দেশে যদি ভাল লাগার কোন কিছুর তালিকার করার জন্য ভোটাভুটি করা হয়, আমার প্রথম ভোট এখানেই পড়বে, সন্দেহ নেই। তাকিয়ে রইলাম অনেকক্ষন। স্নো দেখতে দেখতে হঠাৎ মনে হল অনেক দিন ব্লগে লেখা হয় না। ক্লান্তও লাগছে বেশ আবার কিছু একটা লিখতেও ইচ্ছে করছে। এমন মুহুর্তে শুধু ছবিব্লগের কথাই মাথায় আসে। কম সময়ে মনের আবেগ সহজভাবে প্রকাশ করা যায় গুটিকয়েক ছবির মাধ্যমে। কয়েকদিন আগে বেশ কয়েকটা ছবি তুলেছিলাম আমার ইউনিভার্সিটিতে। সেগুলোই না হয় আজ একটু শেয়ার করা যাক।
ছবিগুলোর ক্যাপচার হয়তো ভাল হয়নি, কিন্তু এই ইউনিভার্সিটি-টির ভিউ এতই সুন্দর যে, ছবিগুলো আমার ফটোগ্রাফির ব্যর্থ শৈল্পিকতাকে ছাপিয়ে ঠিকই উজ্জ্বল দ্বীপ্তিময় হয়ে উঠবে ক্যামেরার ম্যাগনেটিক ফিল্মে। প্রকৃতি তার নিজস্ব ঐশ্বর্য প্রকাশে কখনই কার্পন্য করে নি, কখনও করবেও না।
মিডিলসেক্স কলেজ-১
ইউনিভার্সিটি কলেজ-১
বাদুড়ের বাসা
ইউনিভার্সিটি কলেজ-২
ফেলা পাতার মর্যাদা
মিডিলসেক্স কলেজ-২
শুভাশিষ রইল।
3 Responses to ইউনিভার্সিটিতে একদিন (ছবিব্লগ)
You must be logged in to post a comment Login