কথাসাহিত্যিক মাহাবুবুল হাসান নীরু মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন
আমাদের সবার প্রিয় কথাসাহিত্যিক এবং সাংবাদিক মাহাবুবুল হাসান নীরু ভাই (লেখক, পাক্ষিক ক্রীড়ালোক এর প্রতিষ্ঠাতা সম্পাদক এবং সাপ্তাহিক রোববারের প্রাক্তন নিবার্হী সম্পাদক।) মন্ট্রিলের লাসিন হাসপাতালে এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। গত ২৮ শে জুন বিকাল ৩ঘটিকার সময় উনার পাকস্থলীতে জটিল একটি অপারেশন করা হয়। অপারেশনের পরপর উনাকে হাসপাতালের ৫০৪ নম্বর কেবিনে স্হানান্তর করা হয়। এখনও উনি বিশেষজ্ঞ চিকিৎকের সম্পূণ তত্ত্বাবধানে রয়েছেন। বতমানে উনি অবধারিতভাবে একটি কঠিন সময় পার করছেন। আমরা শৈলীর পক্ষ থেকে উনার দ্রুত আরোগ্য কামনা করছি এবং পাশাপাশি শৈলীর সকল পাঠক, শুভানুধ্যায়ীদের প্রতি উনার আরোগ্যের জন্য দোয়া/আশীবাদ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।
3 Responses to কথাসাহিত্যিক মাহাবুবুল হাসান নীরু মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন
You must be logged in to post a comment Login