তুমি নারী
– জসিম উদ্দিন জয়
তুমি মায়াবিনী তুমি নারী,
তোমায় নিয়ে লিখতে পারি এক পৃথিবী ।
পৃথিবীর আছে মাতাল হাওয়া আর বৈরী বাতাস
আমার আছে এক মায়াবিনী দেবী,
তোমায় নিয়ে লিখবো আমি এক পৃথিবী
শতসংগ্রাম শেষে তুমি বিশ্বজয়ী নারী
অনিন্দ্র সুন্দর তুমি বলতে পারি,
তোমায় নিয়ে লিখবো আমি এক পৃথিবী ।
You must be logged in to post a comment Login