নিবেদন
এক আকাশ নীল ঢেলে সাজিয়েছি হৃদয় উদ্দ্যান
দীঘল রজনী জোৎস্নার মিছিল;আজ নিশ্চয়
ঘটে যাবে মনের অভ্যুত্থান।
আজ তুমি এসোনা ঘরের বাহির
আজ সময় শুধু কবি্তা আর কবির
নির্দয় হৃদয় হীনের বড্ড দূর্দিন আজ
পলাশ রাঙ্গা গালিছায়
শিমুল রাঙ্গা পায়
আজ কেবল মনওালাদের হবে পদার্পন
গানে গানে কবি্তায় ছন্দে
জাগবে প্রেমের বিজয় কেতন।
তুমি আজ ঘরেই থাকো
একঘরা মনে প্রেমহীন অহম আঁকো
রাগ করোনা; ঘরেই বসেই দেখো
প্রেমওালাদের মনের সাঁকো
নিজের চুল নিজেই চিড়ো
মন দেয়া নেয়ার মাঠে আইবুড়ী হয়ে থাকো
4 Responses to নিবেদন
You must be logged in to post a comment Login