ড. দাউদ

তৃষিত নদীনী

বহুদিন পর ফের একবার গিয়েছিলেম নদীর তীরে মনের ভীষণ কৌতুহল তাই এসেছি ঘুরে,আনাবাদি চর চরান্তর ঢের সারা কেউড়া বন আর সেই উজাড় করা আহ্ববান দিন ভর কল কল তরঙ্গ জলের নির্মল সুর দূর আকাশের গৌধূলীর ভেলা,বাক চঞ্চল বিহঙ্গীর দল এর পরও কি যেন নেই কোথাও এক প্রচন্ড শুন্যতা;বিরাণ প্রশান্তির হাওয়ায় প্রাণ জুড়ানো সেই দু’দন্ড নিঃশ্বাষ-ধ্যান […]

 ড. দাউদ

মনিহার

রোদ্রের সিমান্তে বসে আছি দিন দিনান্তে আধাঁরে যদি ত্নুমি চিনতে না পারো যদি আর কারো হাতে রাখো হাত তবে জানিও আমিও হতে পারি বদ্ব উন্মাদ তাবত দুনিয়া মাথায় তুলে ছুড়ে পেলবো বঙ্গোপসাগরে তরঙ্গের উত্তালে জাগিয়ে তুলবো অদম্য ঝংকার আমার না হলে তুমি হবেনা আর অন্যকার- এই আমি মেনে নেব কেন? তোমাকে পাবার শতভাগ অধিকার আমার […]

 ড. দাউদ

হোক পরিবর্তন জয়াবর্তন

এখানে কুসুমিত দুলদুল নাই,নাই অপ্রতুল প্রেম এখানে সীম আসীম কূল নাই নাই পথের জ্যাম ওখানে তোমরা রঙ মাখে আঁক সঙ্গ রাখ মনে কালি এখানে আমরা বিহঙ্গের মত জাগাই আলোর দিপালি যেখানে তোমাদের অন্তর কুলসিত আপন আপন খেলায় সেখানে আমাদের প্রেম শ্বাশ্বত সুনিপুন প্রার্থনায় আমাদের হৃদয় ছুঁইয়ে ঊষার উদয় চিরন্তন ধারা তোমাদের নির্দ্বয় বিদেশ বিভূঁইয়ে সবিইতো […]

 ড. দাউদ

অ ম র আ মা র ভা ষা

আমার ভাষা আমার ধর্ম আমার মা মর্মে মর্মে উপলব্দি করি এই মায়ের গর্ব আমার ভাষা আমার আশা আমার প্রেম প্রীতি ভালবাসা আমার দ্রোহ বিদ্রোহ ভাষাই আমার একান্ত আপন এর বেশী নাহি কেউ আমার ভাষা আমার স্বপন আমার মাটি আমার বপন আমার ভাষা আমার অর্জন আমার কবি্তা গান গর্জন তর্জন আমার ভাষা আমার অহংকার চির উন্নত […]

 ড. দাউদ

নিবেদন

এক আকাশ নীল ঢেলে সাজিয়েছি হৃদয় উদ্দ্যান দীঘল রজনী জোৎস্নার মিছিল;আজ নিশ্চয় ঘটে যাবে মনের অভ্যুত্থান। আজ তুমি এসোনা ঘরের বাহির আজ সময় শুধু কবি্তা আর কবির নির্দয় হৃদয় হীনের বড্ড দূর্দিন আজ পলাশ রাঙ্গা গালিছায় শিমুল রাঙ্গা পায় আজ কেবল মনওালাদের হবে পদার্পন গানে গানে কবি্তায় ছন্দে জাগবে প্রেমের বিজয় কেতন। তুমি আজ ঘরেই […]

 ড. দাউদ

সুচনা ও শুভেচ্ছা পোষ্ট

সুচনা ও শুভেচ্ছা পোষ্ট

আমি অত্যান্ত নগন্য এক জন চিকিৎসক।মনের তৃষ্ণা মেটাতে মাঝে মধ্যে লিখার আশ্রয় নিই। ‘শৈলী’ তে আজ মাত্র পদার্পন করলাম।এখানে এনেক চেনা জানা জ্ঞানী গুনি ব্লগার কে দেখে নিজেকে আর দূরে রাখতে পারলাম না, আশা করছি সকলের সমমর্মিতায় সুন্দর ব্লগিং হবে।