ড. দাউদ

মনিহার

Decrease Font Size Increase Font Size Text Size Print This Page

রোদ্রের সিমান্তে বসে আছি দিন দিনান্তে

আধাঁরে যদি ত্নুমি চিনতে না পারো

যদি আর কারো হাতে রাখো হাত

তবে জানিও আমিও হতে পারি বদ্ব উন্মাদ

তাবত দুনিয়া মাথায় তুলে ছুড়ে পেলবো বঙ্গোপসাগরে

তরঙ্গের উত্তালে জাগিয়ে তুলবো অদম্য ঝংকার

আমার না হলে তুমি হবেনা আর অন্যকার-

এই আমি মেনে নেব কেন?

তোমাকে পাবার শতভাগ অধিকার আমার

দিন দিনান্তে তোমার পথ চেয়ে আছি

করবী বৃন্তে বেধে রেখেছি সমস্ত স্বপ্ন

তন্ন তন্ন করে খুজে এনেছি

পৃথিবীর কাব্য সমূহ

গান সমূহ

প্রেমানন্দের চিত্র সমূহ

আর নিজের মনের আনাচ কানাচ রেখেছি শুন্য

শুধু তোমার জন্য

তুমি এসে পূন্য কর এই সংসার

ধন্য কর এই প্রতীক্ষা

সন্যাস হবার সেই যৌগ্যতা নেই যে আমার

তুমি এসে রক্ষা কর এ মনিহার।

শৈলী.কম- মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল‍্যাটফর্ম এবং ম্যাগাজিন। এখানে ব্লগারদের প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর। ধন্যবাদ।


7 Responses to মনিহার

You must be logged in to post a comment Login