পতাকা
করিম মিয়া সড়কের পাশে দাঁড়িয়ে আছেন৷ কিছুক্ষণ আগে তাঁর ছোট মেয়ে আয়েশা গার্মেন্টস ফ্যাক্টরির বাসে চড়ে কর্মস্থলের দিকে রওনা হয়েছে এখান থেকে৷
তাঁর মেজো ছেলে ফারুক আরবের কোন একটা দেশে যাবার চেষ্টা করছে৷ ওরা ভাইবোনেরা মিলে সংসারের দুরবস্থা ঘুচাবে; অভাবের কারণে হাতছাড়া জমি উদ্ধার করবে – এই ওদের স্বপ্ন৷
পুলিশের প্রহরায় সাইরেন বাজিয়ে গাড়ির বহর যাচ্ছে৷ একটি গাড়িতে দেশের পতাকা উড়ছে৷
নিকট দূরত্বে থাকা একজন বলে উঠল, রাজাকার-মন্ত্রী যায় !
কথাটা শোনার পরই করিম মিয়ার দুই হাত আপনা থেকেই বজ্রমুষ্টি হয়ে গেল৷ এই হাতে একদিন তিনি দেশের মুক্তির জন্যে অস্ত্র তুলে নিয়েছিলেন৷
নির্বিকার হয়ে থাকা মানুষগুলোর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন তিনি৷
You must be logged in to post a comment Login