শৈল বার্তা
সুপ্রিয় শৈলারবৃন্দ,
দেশ এবং দেশের বাইরে থেকে যারা প্রতি মুহূর্তে শৈলী’কে মুখরিত রাখছেন, নিজস্ব আনন্দ-বেদনা সহ সকল অনুভূতির প্রকাশ ঘটাচ্ছেন, আন্তরিক অংশগ্রহণ আর মিথস্ক্রিয়ার মাধ্যমে, তাঁদের সবাইকে শৈলী -এর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং ঈদের শুভেচ্ছা – ঈদ মোবারক! পাশাপাশি সবাইকে শৈলী-র সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত হওয়ার জন্য কৃতজ্ঞতা।
ঈদের ছুটিতে বাংলাদেশের প্রখম শিল্প ও সাহিত্য বিষয়ক ব্লগ পোর্টাল “শৈলী” এর সঙ্গেই থাকুন। আর “শৈলী” এর মাধ্যমে আপনার ঈদের আনন্দকে পুরোপুরি ছড়িয়ে দিন উন্মুক্ত বাঁধভাঙ্গা দুনিয়ায়। সকলের ঈদের বাঁধ ভাঙা আনন্দে উপচে উঠুক “শৈলী” র বাল্য আঙ্গিনা।
ঈদ সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। আসুন ঈদে সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্য গড়ে তুলি। এটাই হোক ঈদের দিনের প্রতিশ্রুতি। চলুন, আমরা বন্ধুতার জয়গান গাই। বন্ধুর মতো পাশে দাঁড়াই একে অপরের, গোটা মানবজাতির। সুস্থ ধারার ব্লগিং করি, সুস্থ থাকি, ভাল থাকি।
সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা – ঈদ মোবারক! শুভ শৈল ব্লগিং।
শৈল শুভেচ্ছান্তে,
– শৈলী টিম।
আড্ডা হোক শুদ্ধতায়, শিল্প আর সাহিত্যে।,