সম্ভাবনার মরিচীকা
খরাদহে পুড়ে গেলে কোথা যে হারায় তার সবুজের আলোয়ান
মৃত্তিকার কোলে কাঁদে ধূসর সময়, বসন্তরা হেঁকে যায়
নিদ্রাহীন চাঁদের আলোয়, প্রেম তবু সুদূরের মাঝি।
মঙ্গাক্রান্ত শীর্ণ মায়ের বিশুষ্ক স্তন চুষে চুষে ত্যাক্ত শিশু
হেলে পড়ে নিবিড় ধূলায় বিশুষ্ক খড়ের হাহাকারে
ক্ষুৎ-পিপাসা বাড়ায় অযাচিত ক্লান্তি;
শ্রান্তিতে শ্রাবণের মেঘ হিমালয়ের কোলে বুঝি স্থবির
কৃষাণের শ্রমিক-হৃদয় শঙ্কার ছিছিক্কারে ভারি, ভালোবাসার কর্ষণে
সবুজ ধানের গোছা কি যাবে ফ্যাকাশে খড়ের গাদায়?
তবু বিচূর্ণ বিশ্বাসের কাছে হাত পেতে
পলাতক স্বপ্নের অন্বেষায় নতজানু
অন্ধকারের কাছে কিসের বরাভয়?
হয়তো প্রত্যাশার স্তিমিত আলোকে
আমাদের প্রতীক্ষায় থাকে অনেক চাওয়া
অথবা অনেক প্রাপ্তিই সরে যায় দ্রুত;
তবুও কখনো কখনো খোয়া যায়
মুঠোতে ধরে রাখা হাতের পাঁচ; আর সে পথেই
সম্ভাবনার মরিচীকা পাঠায় সহস্র বিভ্রম।
২৬.৮.২০১০






সেরা বাংলা ব্লগ পুরস্কার পেলো -শৈলী














9 Responses to সম্ভাবনার মরিচীকা
You must be logged in to post a comment Login