চারুমান্নান

অনুগল্প-ভালোবাসার স্বপ্ন বিভাস

Decrease Font Size Increase Font Size Text Size Print This Page

অনুগল্প-ভালোবাসার স্বপ্ন বিভাস

===প্রতি রাতে স্বপ্ন বুনে চাঁদ। আঁধারে স্বপ্নের বিস্তার, রাতের কারূ’কাজ।
আর দিনের প্রহর কাটে স্বপ্রে ভাবানায়। পদ্মা পারের রহিমা,
যেখানে শিশু থেকে কৈশর তার পর যৌবন !
সবুজ ঘাস আর চরের বালুতে। বর্ষার থই থই জল, গা সোহা গর্জন,
আবার ঘোলা পানিতে সাঁতার কাটা।
রহিমাদের বেড়ার ঘরে কুপির আলোতে শুয়ে শুয়ে ভাবনার জ্বালে হারিয়ে যেত।
আবার কুপির আলো নিবে গেলে, ভয় যে পেতো না তা না, তবে ‍কবিরের ভাবানায়!
তন্দ্রায় জেগে জেগে স্বপ্ন দেখতো।

প্রায় দেখা হত কবিরের সাথে।
যৌবনে প্রকৃতি কবি হয়, পাখি কথা কয়, আকাশ ‍ডেকে বলে আমার চোখে চোখ রাখ!
চাঁদের আলোয় মুচকি হাসি, পরান ভরে দু’জনার। বর্ষা পেরিয়ে শরত হেমন্ত, শীত পেরুলে!
সে’বার দেখা হয়েছিল। সরিষা ক্ষেতে।

মনের জোয়ারে ভাসবে ভাসাবে তীর, কেউ নাই রুখবার!
‍চারিদিক অপরূপ সাজ, আকাশ আজ নেমেছে মাটিতে, যেন স্বপ্ন বাসর ঘর।
‍দু’জন পাশাপাশি বসে কত কথা। সেদিন কবির রহিমাকে বাহুবন্ধনে বুকের মাঝে ধরে রাখে।
যেন আজ পৃথিবীর সব সুখ এখানে লুটায়। ঠোঁটের আকুলতায়, বাতাস ভারি হয়,
সেদিন রহিমা সুখের আনন্দে দিশাহারা হয়েছিল।

সে কথা মনে হলে, আজও রহিমার দু’গাল লাল হয়ে ওঠে।
চঙ্চল হয়, ভালবাসার এত সুখ, ভেবে দু’চোখে পানিতে ভরে। কাজে মন বসে না।
হটাত ছোট মেয়ে টুম্পার ডাকে, ভাবনার তন্দ্রা ভাঙ্গে রহিমার।
মাঝে মাঝে এভাবেই ভাবনারা হানা দেয় রহিমার মনে।
=========================
ভালবাসা দিবসে, অনুগল্প

শৈলী.কম- মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল‍্যাটফর্ম এবং ম্যাগাজিন। এখানে ব্লগারদের প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর। ধন্যবাদ।


One Response to অনুগল্প-ভালোবাসার স্বপ্ন বিভাস

You must be logged in to post a comment Login