চারুমান্নান

আমি ক্লান্ত এই সূবর্ণ বেলায়

Decrease Font Size Increase Font Size Text Size Print This Page

আমি ক্লান্ত এই সূবর্ণ বেলায়

আমি ক্লান্ত এই সূবর্ণ বেলায়
শিকড় সন্ধানে জন্মবধি;আর্যদের আধিপত্যে এই জনপদ
নদী নালার সবুজ তীরে নঙ্গর গেরেছিল কালের পিতামহ
বংশের দ্বীপ জ্বলা নর এবং নারী।

পাথরে ঘুষে ঘুষে পাথর ফলা,লাঙ্গল ফলায় পশুর কাঁধে জোঁয়াল
কর্ষন করেছিল জমি; শুকনো বীজে সবুজ ফসল
নবজাতক শিশু মায়ের কোল জুড়ে
নীল আকাশের সাথে, জ্বলা নক্ষত্র আলোর সাথে
বেড়ে উঠেছিল মায়ের ভুমি;

৫২,৬৯,৭১ পেরিয়ে ! আমার জন্ম, আমার ভুমি,
আমার যাপিত জীবন সব, গেঁথে আছে কর্ষিত কৃষক ভূঁইয়ে
সদ্যপ্রসবিত হরিণ সাবকের মত লম্পঝম্প
বেড়ে উঠা যৌবণ; আমি ক্লান্ত এই সূবর্ণ বেলায়
_________________
১৪১৭@১৩ পৌষ, শীতকাল !

শৈলী.কম- মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল‍্যাটফর্ম এবং ম্যাগাজিন। এখানে ব্লগারদের প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর। ধন্যবাদ।


3 Responses to আমি ক্লান্ত এই সূবর্ণ বেলায়

You must be logged in to post a comment Login