অবিবেচক দেবনাথ

ঠোঁটকাঁটা

Decrease Font Size Increase Font Size Text Size Print This Page

হঠাৎ! চোখ পড়ে গেল দরজার খিলানের দিকে,
তারা দু‌’জন দু’জনার দিকে তাকিয়ে
নির্বাক চোখে কত কি ভাবনায়
হয়তো হারিয়ে যাওয়া কোন দূরালোক সীমানায় ।
এ মানবস্বরণীর বাহুল্যবর্জিত স্থান নয়, নয়তো চাকচিক্য স্মৃতিকুঞ্জ
তারা দু’জন মাটির আদলে গড়া মৃত্তিকাকুঞ্জে
সুখ অন্তরে ক্ষরণ ঘটিয়ে জড়াচ্ছে জীবন বিস্তরনে…
দূরালোকের গ্রহ-নক্ষত্র, তারকারাজি-সম্ভবনা নেই পেঁৗছুতে এ কুঞ্জবেড়ীতে
তবুও; দু’জনার অন্তশিহরণে সবাই বন্দী স্বপ্নশৃঙ্খল গন্ডীতে ।
কামনার স্নিগ্ধতায় তারা কাঁপছে…
এ ভয় নয়, অভয়ের ভয়ার্ত্তক্ষন
কোন এক অদূর আনন্দঘনক্ষনের গমন।
দু’জন এখন আরো সান্নিধ্যে- মরুতে ঝড় বহে যাচ্ছে
একজনের দৃষ্টিগোছরে তারা সুখসাগরে ভাসছে,
এ তাদের জানার কথা নয়, কেননা দৃষ্টিরগোছরে ধরে রাখা জন বৃহৎদেহি
সে চক্ষুলজ্জাহীন সুখ-সঞ্চারী ।
পিপীলিকার এই প্রনয়যজ্ঞ তাই তার আড়াল নয়
ঠোঁটকাঁটা জনের মত সে শুধু আনন্দের ঝড়ে ভাসছে।

শৈলী.কম- মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল‍্যাটফর্ম এবং ম্যাগাজিন। এখানে ব্লগারদের প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর। ধন্যবাদ।


2 Responses to ঠোঁটকাঁটা

You must be logged in to post a comment Login