হরিপদ কেরানী

তুমি কই?

Decrease Font Size Increase Font Size Text Size Print This Page

তুমি কোথায়?
শহরের অনেক খবর তোমাকে জানানো দরকার

তুলোউড়া মেঘে ছেয়ে গেছে পুরোটা শহর
সোনার দামে মিলছে শীতের শবজি।
সামনে ইলেকশন-দুঃখ ঘুচে যাবে হাড়জিরজিরে মানুষের
তারা পরিণত হবে সুমো কুস্তগীরে।

কদিন পর ফুটবে আমের মুকুল
আনন্দে হাসবে বুড়ো রবীন্দ্রনাথ
বজরা ভাসাবেন গড়াই নদীর বুকে।

জমে উঠবে জলসাঘর শহরের বনেদী এলাকায়
বাঈজীর নাচে মাতাল হবেন
শহরের বনেদী সন্তানেরা।

এই তো কদিন পর আগুন লাগবে
শহরের বড় বড় বস্তিতে
পুড়ে মরবে কিছু কুলাঙ্গার গরীব
তাতে আমার কি?

আমি তো আর কার্ল মার্কস নই-
দিব দুঃখ ঘুচার মতবাদ।
অথবা নূরলদীনের মতো দিব ডাক-
“জাগো বাহে কুণঠে সবাই”!

আমি তো নাদান এক কেরাণী
চাঁদের আলো দেখে ক্ষুধা মিটাই
কবি সুকান্ত জানলে লিখতেন নতুন “ছাড়পত্র”!

আজ রাতে শহরে মস্ত বড় চাঁদ উঠবে
খুঁজে ফিরছি তোমায় প্রিয়তমা-
চাঁদরে আলোয় একটু হাবুডুবু খাব বলে!
তুমি কই?

শৈলী.কম- মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল‍্যাটফর্ম এবং ম্যাগাজিন। এখানে ব্লগারদের প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর। ধন্যবাদ।


5 Responses to তুমি কই?

You must be logged in to post a comment Login