নীল নক্ষত্র

বই মেলা ২০১৫ এ আমার তিনটি প্রকাশনা

Decrease Font Size Increase Font Size Text Size Print This Page

মম চিত্তে নিতি নৃত্যে
একজন নাবিকের অসাধারণ এক প্রেমগাঁথা নিয়ে লেখা উপন্যস।

পাঠকের মতামত-
বিবর্ণ মেঘের বাকল সরিয়ে নষ্ট আঁধারে ধবধবে জোৎস্নার মতো হৃদয়ের যত লুকানো ভালবাসা একদিন আলোকিত করে হৃদয়ের মানুষ হৃদয়ে ফিরে আসে।
লেখক তার উপন্যাসের শিরোনামে সুন্দর শব্দ চয়ন করেছেন। মমচিত্তে নিতি নৃত্যে। ভালবাসা নিয়ে যখন মানুষ অ-রুচির অন্ধকারে আচছন্ন, ঠিক তখনই উপযুক্ত সময়ে লেখক ভালবাসা এবং জীবনের যুদ্ধ নিয়ে সৃষ্টি করেছেন সুন্দর একটি গল্প “নির্বাক বসন্ত”। প্রেম-বিচেছদের কুয়াশায় আচছন্ন মানুষের চোখ। কিন্তু এমন কোন চোখ আর মন আছে কি, যে একমাত্র একজনের জন্যে অশ্রু -শ্রাবণ বর্ষণ করে? এই গল্পে একটা বিশেষ বৈশিষ্ট্য এই যে, এই গল্পে লেখক চলার পথে এক জীবনে কতটা যুদ্ধ করতে হয় সে শুধু নিজের জন্য পরিবার এবং মনের মানুষটির জন্যেও তা ফুটিয়ে তুলেছেন। আসলে ভালবাসা এমনই হতে হয়। যে প্রেমিকা তার মনের মানুষের জন্য ভালোবাসা উজাড় করে দিতে পারে রূপে-গুণে-জ্ঞানে আর ভালবাসা দিয়ে। লেখক তার গল্পে লিখেছেন তার দুটি লাইন আমার হৃদয়কে প্রলম্ভিত করেছে, তিনি লিখেছেন, আকাশে চন্দ্র সূর্য এবং অগণিত তারকা অসংখ্য বার উদয় হয়ে আবার অস্ত গেছে, অনেক প্রতীক্ষার দুঃসহ লগ্ন পেরিয়ে গেছে দূর মহা সাগরের ওপাড়ে। নিরুর জীবনের অনেক গুলি নির্বাক বসন্ত কাউকে না জানিয়ে নিরুর চোখের নোনা জল বয়ে নিয়ে গেছে সেই কোন অচেনা সুদূর নীল জলের নীল মহাসাগরের অতলে যে সাগরে তার নিশাত ঘুরে বেড়ায়। আমি লেখকের অনেক গল্প এবং কবিতা পড়েছি প্রতিটি লেখাই আমাকে মুগ্ধ করেছে।
আমিনুল ইসলাম, এডমিন, বন্ধু ব্লগ।

বইয়ের নামঃ মম চিত্তে নিতি নৃত্যে
লেখকঃ মোহাম্মদ খালিদ উমর
প্রকাশকঃ নওরোজ সাহিত্য সম্ভার
প্রচ্ছদঃ সৈয়দ ওয়াহিদুজ্জামান
মূল্যঃ ২৫০ টাকা (২০%-২৫% কমিশন)
বইয়ের ধরণঃ উপন্যাস।

ভূত ভয়ংকর- গা ছমছম করা ১০টি গল্প দিয়ে সাজান হয়েছে এই বইটি।

প্রকাশকের মতামত-
ভূত ভয়ংকর কথা
ভূত ভয়ংকর বিশ্বাস অবিশ্বাসের ভয়ংকর সব গল্প কথা কিংবা বলা যায় কল্প কথা। একথা বলছি এজন্যে যে ভূত-আছে, ভূত-নেই। এমন সব কথা আমাদের মধ্যে ভীষণ ভাবে প্রচলিত প্রবাদ হয়ে বর্তমান।
শিশু, কিশোর, যুবক-যুবতীতো দূরের কথা আমরা যারা বুড়ো খোকা অনেকেই বিশ্বাস করি এবং ভূতকে দেখে-না দেখে ভয় পাই। কোন যুক্তিতেই তা প্রমাণ করতে পারি না। তাই বলে ভূতের গল্প বলা বা লেখা থেমে নেই- বর্তমান আইটি যুগেও ভূত বর্তমান।
লেখক মোহাম্মদ খালিদ উমর তার গ্রন্থ ‘ভূত ভয়ংকর’-এ এমন সব গা-ছমছমে গল্প তুলে ধরেছেন যা সাহিত্য গুণে, ভাষার বুনটে বিশ্বাস যোগ্যতা আদায় করে নেয়।
আমি বিশ্বাস করি এবং আশা করি সব বয়সের পাঠকের কাছে এই ভূত কাহিনী দারুণ আতংক জাগাবে।
জর্জ, প্রকাশক।

বইয়ের নামঃ ভূত ভয়ংকর
লেখকঃ মোহাম্মদ খালিদ উমর
প্রকাশকঃ নওরোজ সাহিত্য সম্ভার
প্রচ্ছদঃ জর্জ হায়দার
মূল্যঃ ১৫০ টাকা (২০%-২৫% কমিশন)
বইয়ের ধরণঃ ভূতের গল্প, গা ছমছম করা ১০টি গল্পের সমাহার রয়েছে এতে।

ষড়ঋতু- ঋতু পরিবর্তনের আমাজে পৃথিবীর বিভিন্ন দেশের পটভূমিতে বিভিন্ন স্বাদের ৮টি গল্পে সাজান এই বইটি।
প্রকাশকের মতামত-
ষড়ঋতু কথা-
ঋতু বৈচিত্রের দেশ আমাদের এই দেশ। ছয়টি ঋতু নিয়ে আবর্তিত এই পথ পরিক্রমা, নানা ঋতুর নানা রঙ, নানা সুবাস, বিচিত্র তার চরিত্র ও উন্মাদনা, শান্ত শুভ্র মাদকতা।
প্রকৃতির সাথে যেমন এই ঋতুর পরিবর্তন সাধিত হয়-তেমনি সমাজ জীবনেও আসে নানা বৈচিত্র।
এখানে আমি বলতে চাইছি, ষড়ঋতুর ৮টি গল্পে লেখক ঋতু পরিবর্তনের চোখে দেখা রূপগুলোর মতো-নানান ধরনের কাহিনী চিত্র তুলে ধরেছেন চলমান ছবি বা চলচ্চিত্রের আদলে। এখানে আছে, চমৎকার বর্ণনায় দেশি-বিদেশি পটভূমিকায় সব গল্প।
গল্পগুলোর পাঠক-নানা ঋতু বা নানা বিচিত্র জীবন ঘনিষ্ট গল্প পাবেন এই লেখকের লেখা গল্পে। ভীষণ রকম মুন্সিয়ানা আছে তার লেখার মধ্যে, তিনি ভালো রকম রপ্ত করেছেন গল্পগাথা ও পরিবেশন করার ব্যাকরণটি।
আমি বিশ্বাস করি ষড়ঋতুর সবকটি গল্পে পাঠক নিজেকে খুজে না পেলেও বর্তমান সমাজকে পাবেন দারুণ ভাবে। এখানেই সার্থক লেখক।
জর্জ, প্রকাশক।
বইয়ের নামঃ ষড়ঋতু
লেখকঃ মোহাম্মদ খালিদ উমর
প্রকাশকঃ নওরোজ সাহিত্য সম্ভার
প্রচ্ছদঃ জর্জ হায়দার
মূল্যঃ ২০০ টাকা (২০%-২৫% কমিশন)
বইয়ের ধরণঃ গল্প। পৃথিবীর বিভিন্ন দেশের পটভূমিতে লেখা ৮টি গল্পের সমাহার রয়েছে এতে।
সবগুলি বই এর প্রাপ্তিস্থানঃ
১। নওরোজ সাহিত্য সম্ভার, ৪৬ পি কে রায় রোড, বাংলা বাজার, ঢাকা-১০০০/ মেলার স্টলেও পাবেন
২। ধ্রুপদ সাহিত্যাঙ্গন, বাংলাবাজার, ঢাকা-১০০০
৩। উত্তরণ, বাংলাবাজার, ঢাকা-১০০০
৪। রিতা ইন্টারন্যাশনাল, কোলকাতা-৭০০০৪৯
৫। সঙ্গীতা লিমিটেড, ২২ ব্রিক লেন, লন্ডন, ইউ কে
৬। অন্যমেলা,৩০০ ড্যানফোর্ট এভিনিউ, ফার্স্ট ফ্লোর, সুইট নং ২০২, টরোন্টো, কানাডা
৭। এটিএন মেগা স্টোর, ২৯৭০ ড্যানফোর্ট এভিনিউ, টরোন্টো, কানাডা
** দেশের কোন পাঠক চাইলে কুরিয়ারের মাধমেই পেতে পারেন। এক্ষেত্রে প্রাপ্তি ঠিকানা জানিয়ে সম্পূর্ণ মূল্য বিকাশ করে পাঠালেই হবে কোন চার্জ দিতে হবে না।
বিঃদ্রঃ- উপরের সবগুলি বই মেলার প্রথম দিনেই পাবেন। ছাপা এবং বাধাইয়ের সব কাজ সম্পন্ন হয়ে গেছে।
ধন্যবাদ।

শৈলী.কম- মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল‍্যাটফর্ম এবং ম্যাগাজিন। এখানে ব্লগারদের প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর। ধন্যবাদ।


You must be logged in to post a comment Login