জুলিয়ান সিদ্দিকী

ভুল-ভাল স্বপ্নের ফানুস

Decrease Font Size Increase Font Size Text Size Print This Page

পাঁজরের হাড় ভেঙে যায় আকস্মিক কোনো দুর্বিপাকে

হৃদয়ের নিম্নচাপে ধ্বসে যায় প্রতীক্ষার বাঁধ;

চৈতন্যের প্রাচীর। বোধ করি ভেঙে যায়

সযতনে আঁকড়ে থাকা বোধের সীমানা।

আটপৌরে জানাশোনা গড়ায় সহসা

অতি চেতনার মর্ম-মূলে; জীবনের চোরা পথে

ধূপ-ছায়া মলিন বাসনা গেড়ে বসে সুদীর্ঘ শিকড়

টেনে ধরে রাত্রি-দিন অনুভবের পরিবৃত্তে।

তবুও কখনো অজ্ঞাতে কিংবা জেনে-শুনে

ঢুকে পড়ি জীবনের গাঢ় অন্ধকারে মুদিত নয়ন;

মিলে-মিশে ভালোবাসা প্রেমে, ভুল-ভাল স্বপ্নের ফানুস

উড়াতে জ্বালাই দীপালী দুটি ভুল মানুষের বুকে।

২৮-২-২০১১

শৈলী.কম- মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল‍্যাটফর্ম এবং ম্যাগাজিন। এখানে ব্লগারদের প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর। ধন্যবাদ।


7 Responses to ভুল-ভাল স্বপ্নের ফানুস

You must be logged in to post a comment Login