বখতিয়ার শামীম

যন্ত্রনার মাঝে খুজি জীবনের স্বাদ।

Decrease Font Size Increase Font Size Text Size Print This Page

যন্ত্রনার মাঝে খুজি জীবনের স্বাদ।

আলোর মধ্যে যেই
আঁধারের প্রতিফলন
তা তো সেই তুমিই ঘটাও_
তুমিই তো পথ দেখাও
এই আমাদের
রাখো বসন্তের মতো
চির যৌবনা করে
পথ দেখাও হৃদয়ের পবিত্রতায়।
চির সবুজ আর
জল জল সব কচি পাতার ফাঁকে
প্রথম যৌবনের উদিত বার্তায়
হৃদয়ের পরম পবিত্রতায়।
লম্বা জীবনের মাঝে
মুখোশ পরিহিত
সেই মাটির মানুষ আমরা
আর এই পৃথিবী মুখি জঘন্য ঝর
আর বিরামহীন জলোচ্ছাস
বার বার বয়ে আনে
আমাদের সর্বনাশ।
আমরা মুক্তি খুঁজি এই স্তব্ধ
আর নিথর জমিনের বুকে
আমাদের থেকে,
আমাদের নিস্তার।
দর্শনের সব অনন্য
সারাংশ গুলো আমি দেখি
আমার কাছে মনে হয়
সবকিছু বিকৃত রুচির
কাউকেই যেন
মানুষ বলে মনে হয় না।
এভাবেই যেন সবকিছু
ধীরে ধীরে নিয়ে যাচ্ছে
নিয়ে যায় তলানির দিকে
প্রাপ্তির মাঝে খুঁজি শান্তি।
আর কঠোরতার মাঝে খুঁজি
কিছু অলিক বাসনা।
একসময় সবকিছুর
উর্ধে গিয়ে মেলে
জীবন ও সৌভাগ্যের
সদর দরজা
যেখানে খুঁজে পাই
দুঃখ কষ্ট আর
বেদনার সেই সকল
নিরেট বাঁধা বিলাসিতা
যেখানে থেকে মুক্তি চাইলেও
আমরা কখনোই পাব না
অবসর।

শৈলী.কম- মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল‍্যাটফর্ম এবং ম্যাগাজিন। এখানে ব্লগারদের প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর। ধন্যবাদ।


You must be logged in to post a comment Login