শৈলী বাহক

সাময়িক পোস্ট: শৈলী আপডেট

Decrease Font Size Increase Font Size Text Size Print This Page

সম্মানিত শৈলারদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, শৈলীর নতুন আপডেটটি আজ থেকে সক্রিয় হল। সাথে “গুণীজন জীবনী”, “ভালবাসার গল্প” এবং “মহামণিষী কর্ণার” নামে তিনটি নতুন বিভাগ চালু হল। শৈলীকে যুক্তরাষ্টের সর্বোচ্চ গতির সার্ভারে স্থানান্তর করা হয়ছে বিধায় শৈলার এবং পাঠকরা এখন থেকে এর সুফল ভোগ করবেন। সাইটে আরও কিছু নতুন ফিচার সংযুক্তকরন এবং সাইট লেআউট ত্রুটিমুক্ত করার প্রয়াস ক্রমান্বয়ে চালানো হচ্ছে। “মহামণিষী কর্ণার” বিভাগে এখন থেকে প্রথিতযশা কবি সাহিত্যিকদের নিয়ে রচিত সৃজনগুলোকে ট্যাগ করে দেওয়া হবে যাতে করে পাঠকদের খুঁজে পেতে বেগ পেতে না হয়। শৈলারদেরকে অনুরোধ করা হচ্ছে প্রথিতযশা কবি সাহিত্যিকদের নিয়ে রচিত সৃজনগুলো পোস্ট আকারে দেওয়ার সময় উক্ত কবি সাহিত্যিকদের সঠিক নাম দিয়ে ট্যাগ করার জন্য। তিনটি বিভাগই ক্রমান্বয়ে সমৃদ্ধতর করা হবে।



ধন্যযোগ!

– শৈলী বাহক
আড্ডা হোক শুদ্ধতায়, শিল্প আর সাহিত্যে।

শৈলী.কম- মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল‍্যাটফর্ম এবং ম্যাগাজিন। এখানে ব্লগারদের প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর। ধন্যবাদ।


4 Responses to সাময়িক পোস্ট: শৈলী আপডেট

You must be logged in to post a comment Login