এক হামিদার (সুমু’র) গল্প

আমি বসেছিলাম মিডটাউন, গ্রীন এরিয়ার এক বেঞ্চে। এক ক্লায়েন্টের সাথে কাজ শেষ করে ভাবলাম একটু বসে এক কাপ কফি খাই। ম্যানহাটানের অগণিত পার্কগুলোর একটি, এই গ্রিন পার্কটা ছোট হলেও বেশ সুন্দর এবং ছিমছাম। পাকের তিন দিকে আকাশচুম্বী দালান আর এক দিকে রাস্তা এবং দোকানপাট, বানিয়ারি অফিস।