ফাতেমা প্রমি

কচ্ছপ-মাতা হবার বড় সাধ জাগে মনে!

কচ্ছপ-মাতা হবার বড় সাধ জাগে মনে!
Decrease Font Size Increase Font Size Text Size Print This Page

3333মন খারাপের সময় কিংবা অবসরে …… ক্লাসের ফাঁকে, এমনকি পরীক্ষার আগের রাতে…… ঘন্টার পর ঘন্টা তন্ময় হয়ে আপনার লেখায় ডুবে থেকেছি…। ভুলে থেকেছি আমার সব কষ্ট।

আপনি তো জানেন না, আমি আপনার বইগুলো বার বার রিভাইস দিই। আপনার হিমু’র বই নিয়ে ছোট ভাইবোন, বন্ধুরা সবাই মিলে পাঠচক্রের মত করে ফেলি!!
আমরা শুধু না, আমদের বাবা মা’র জেনারেশনও কিন্তু আপনাকে অসম্ভব ভালো বেসেছে!

বাংলাদেশে কত কি হয়েছে আপনার জন্য, ভুলে যাননি জানি………

বাকের ভাইয়ের জন্য মিছিল হয়েছে, শুনেছি!

আমার মত কত শত কিশোর-তরুণের হিমু হওয়ার তীব্র বাসনায় হলুদ পাঞ্জাবী পরে খালি পায়ে রাস্তায় রাস্তায় ঘোরা,

মিসির আলি পড়ে অবাক নয়নে বলা হয়েছে,

“আরে! জিনিয়াস লোক!”

শুভ্রর জন্য মায়ায় ভরেছি মন, ভিন্ন ভিন্ন শুভ্র- অথচ কোথায় যেন অন্তঃমিল!!

মৃন্ময়ী হতে সাধ জেগেছে কতবার!!

‘কে কথা কয়’- কত কথা যে বলেছে আমার সাথে, যা আমাকে “ফাতেমা প্রমি” থেকে “AMETAF YMORP” বানিয়ে দিয়েছে !!

“জোসনা ও জননীর গল্প”- কাঁদিয়েছে কত!
‘মধ্যাহ্ন’ ঝাঁঝালো রোদে পুড়িয়েছে অনেক!

ঈদ মানেই আপনার নাটক – আপনার নাটক মানেই ঈদ!

আপনার লেখা মানেই , তারুণ্যের গান! বাংলার মধ্যবিত্ত মানুষের মনের ছবি! এই যে, এতগুলো বছর জুড়ে, এত এত মানুষকে আনন্দে ভাসানো, বেদনা দিয়ে মানুষের কান্না ছুঁয়ে যাওয়া!!! বড় সহজ কথা কিন্তু না! যে পুণ্য আপনি করেছেন, আল্লাহ্‌ আপনাকে করুনাধারায় ভেজাবে না তো কাকে ভেজাবে বলুন!

আপনি ফিরে আসুন, ফিরে আসবেন। আল্লাহর কাছে প্রার্থনা!!

আপনার পরিবার, নিশাদ-নিনিত, শাওন , আপনার থ্রী ডাব্লিও কন্যাত্রয়, প্রধানমন্ত্রী আর  গোটা দেশের মানুষের সাথে আমিও আপনার সুস্থতার অপেক্ষায় আছি।
আমার দৃঢ় বিশ্বাস আপনি সুস্থ হয়ে ফিরে আসবেন।
আমাদের ভালবাসার কচ্ছপ মানব হাজার বছর বাঁচবে!!!!

কচ্ছপ, আপনি না হলে শাহাবুদ্দিন সাহেবের জন্য, বাংলা মায়ের মাটির জন্য কে নোবেল আনবে?

বাংলায় স্লোয়ান ক্যাটারিং কে তৈরি করবে?? নবীজির জীবনীর কাজটিও আপনি শেষ করেননি!! আমরা সবাই বসে আছি, আপনি আসবেন বলে!

শ্রদ্ধেয় আয়েশা ফয়েজকে হিংসে হয়,  “ আপনি ক্ষণজন্মা এক বাঙ্গালী পুরুষকে গর্ভে ধরেছেন! আপনার গর্ভ আমায় ধার দেবেন! একটিবারের জন্য দিন!!!!! দেখি, একজন কচ্ছপ মানব ‘কাজল’ – এর জন্ম দিতে পারি কিনা! ”

[অনেক বেশি আবেগ থেকে লিখেছি, কারো ভালো না লাগলে চুপ করে থাকবেন, স্যার কে নিয়ে কেউ উদ্ভট কমেন্ট করেন না! ]

শৈলী.কম- মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল‍্যাটফর্ম এবং ম্যাগাজিন। এখানে ব্লগারদের প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর। ধন্যবাদ।


14 Responses to কচ্ছপ-মাতা হবার বড় সাধ জাগে মনে!

You must be logged in to post a comment Login