বুবু গো
বুবু গো ———- জসিম উদ্দিন জয় বুবু আমি খাবে না । আমাকে খাইয়ে দিতে হবে। তুই বড্ড জালাস, কথাটি বললো বুবু দরজায় ঠুক ঠুক শব্দ করে রাজাকার কে যেনে বলছে, স্যার এই ঘরটায় একটা কঁচি মাল আছে ।, কোন কিছুই বুঝবার আগেই দরজা ভেঙ্গে ফেলে খানসেনারা ………. একে একে ধর্ষনের দৃশ্য দেখে দৈড়ে পালিয়ে যায় […]
বিজয়
– জসিম উদ্দিন জয় এ- বিজয় আমার অহংকার হৃদয়ের মাঝে ঝংকার বারুদ পোড়ার বাংকার। এ- বিজয় আমার স্বপ্ন উজ্জি¦বিত প্রাণের রত্ম, লক্ষকোটি প্রাণের স্বপ্ন । এ- বিজয় লজ্জাবতির সাজ শিল্পির তুলিতে কারুকাজ, গর্জে উঠার দিন আজ। এ- বিজয় আমার চেতনায় গীতি কাব্য আর রচনায়, নতুন এক প্রজন্মের সুচনায়। এ-বিজয় আমার পথচলা পদপৃষ্টে জঞ্জাল যত জালা, […]
জননী ও জন্মভূমি
– জসিম উদ্দিন জয় বিস্তৃর্ন নীল আকাশের সূয্যটা লাল হয়ে পশ্চিমা আকাশে হেলে পরেছে। কিছুক্ষন পর স্তব্ধ হবে আকাশের রংধনু, স্বাধীন পাখীরা ফরিে যাবে নীজ গৃহ।ে মাটরি গন্ধ বুকে মখেে সারাদনিরে ক্লান্তি নয়িে কৃষক লাঙ্গল কাধঁে ফরিে যাচ্ছে ঘর।ে নদীর ধারে আকাঁবাকা পথ মনে করিয়ে দেয় জীবননান্দ দাস এর রূপসী বাংলার কথা । “আবার আসিবো […]