বাঁকা মনের সোজা লেখা
সব কলমেই লেখা হয় যদি থাকে কালি সব মরু- জমিনেতে হরেক পদের বালি। সব সাগরেই মাছ থাকে যদি থাকে জল প্রাণ না থাকলে পরেই হয় কিরে নিশ্চল? কালি শুধু লেখার জন্য প্রধান শর্ত নয় লেখক এবং কলমটিও সঠিক হতে হয়। সাগর তীরেও বালু থাকে, সেতো নয় মরু বৃক্ষহীন মরু বুকেও জন্মায় কিছূ তরু। জল আছে […]
এসো ভিজি বৃষ্টিতে
এসো ভিজি বৃষ্টিতে এসো ভিজি বৃষ্টিতে মেঘের পাঁজায় লুকিয়ে দু’জন। আকাশ নীলে ভিজি রংধুনুর মাঝে হারিয়ে ভিজি, মাছরাঙা মগ্নতায় জলে ডুবে ভিজি। সাগর নীল জলে ভিজি ঝর ঝর বৃষ্টির আঁধারে, নগ্ন পায়ে হেঁটে ভিজি দু’জন। ভেজা শরীরের গন্ধ নেশার বৃষ্টি জলে মাতাল হই, আজ না হয় বন্য হলাম দু’জন। চেতানার বিমর্স যাতনায় ভিজি শরীর চুঁয়ে […]
“পথ যত হোক বন্ধুর,বন্ধু যেওনা থামি”/শফিকুল ইসলাম
পথ যত হোক বন্ধুর ,বন্ধু যেওনা থামি আসবেই আসবে সুন্দর আগামী।। আধার দেখে চমকে উঠনা ত্রাসে আধার রাতের শেষে সূর্য হাসে- আজ মাভৈ বানী শোনাই তোমায় আমি। সত্যের পথ কখনও সংক্ষিপ্ত নয় সত্যের পথ কখনও নিষ্কন্টক নয়- জানে এ কথা পৃথিবীর সব মুক্তিকামী। মাঝপথে তুমি থমকে দাড়িয়ে পড়না সামনে আছে শুনে মৃত্যুর সম্ভাবনা- মৃত্যুহীন কোন […]
সেদিন তুমি পিছন ফিরে দেখে ছিলে,
সেদিন তুমি পিছন ফিরে দেখে ছিলে, সেদিন তুমি পিছন ফিরে দেখে ছিলে, সেদিন তুমি পিছন ফিরে দেখে ছিলে, নীলাকাশ, সমুখে ছিল তোমার আঁধার কাল অথচ এই পথেই তুমি পা’বাড়ালে আমাকে ছুঁতে চাইছিলে বলে! আমাকে পাবে কি করে? আঁধার কোণার সূক্ষ্ম বিন্দু যেখানে আমার নিঃস্বার অবয়ব কবিতার মত অনুভব করা যায়, কামনা করা যায় না যেমন […]
একটি কবিতার বেঁচে থাকা
একটি কবিতার বেঁচে থাকা একটি কবিতার বেঁচে থাকা সারা দিনের প্রখর রোদ আর গুমোট গরমের কাক সহ সব প্রাণী যেন পানির তেষ্টায় আকুল, কাকতো হা’করে নিঃশ্বাস ফেলছে; গলার হুলকুমটা উপর নিচে উঠানামা করছে সাঁঝের প্রাককালে, একটু স্বস্তির নিঃশ্বাস হাটুরে, কৃষকদের, ঘরে ফেরার পালা, পাখিদের মত সেই সন্ধ্যাকালেই আমার বাড়ী ফেরার পালা; পথে আলো পরেছে সাঁঝের […]
থকথকে জ্যোস্না মাতম
থকথকে জ্যোস্না মাতম থকথকে জ্যোস্না মাতম উদম শরীর ঘাস ফুলের, বাতাস ছোঁয়ায় কাঁপে, পুকুরের হালকা ঢেউ’য়ে অভিমানের দীর্ঘশ্বাস বাড়ে; কুয়াতলার গরিয়ে পরা জলে, কলাবতীর আদার! সবুজ ডগায় উঠেছে বেড়ে; বিরহী ডাহুকীর স্বপ্ন গান ভেসে আসে আঁধার মাখা জোনাক রাতে। থকথকে জ্যোস্না মাতম প্রিয়তম শরীর মগ্নতায় রাত, উজানে ক্লান্ত তারা ঢলে পরে; সর্বনাশের ক্ষণ জুড়ে, জোনাক […]
নীল স্পর্শ ছোঁয়া দিগন্ত
নীল স্পর্শ ছোঁয়া দিগন্ত নীল স্পর্শ ছোঁয়া দিগন্ত সাগরের ঢেউ চুমে, ডেকে ডেকে আকুল সমুদ্র চিল, বিপন্ন বিশলতায় নীল ভালোবাসায় নিয়েছে আশ্রয়। আমি তারই পাদদেশে, একটু চেয়েছি ঠাঁই নিক্কন ঢেউ আমায়, ভিজিয়ে দিবে, তার বিনুনী স্পর্শে আড়মোরা দিয়ে জেগে উঠবে আমার কবিতা কথক। আমি তো কবেই ভুলেছি? দিকভুলা নাবিকের সমুদ্র পথ, নীল স্পর্শ ছোঁয়া দিগন্ত […]
যেন জল রং এর নোট প্যাড!
যেন জল রং এর নোট প্যাড! যেন জল রং এর নোট প্যাড! এই নতুন দিনের প্রাক’কালে মিছে অভিমান, অবলীলায় বেড়ে উঠে নতুন পাতায় নতুন বৃক্ষটি, প্রকৃতির আঁচল তলে সুবর্ণলতার আহমরি বিভাস মনকে টানবে আহ্বল্লাদে; এমন অচেনা পথে, অচেনা তোমার দেখা চোখের পলক পরবে না, খুঁনসুটি করবে তোমার সাথে কুটুম পাখি। অভিমানের আদলে পিছন ফিরে লেজ […]
ঝগড়া
শব্দ নিয়ে আমার মোহগ্রস্থতা গেলো না, আমি যেন তন্ময়তার আমন্ত্রণে ঘিঞ্জি গলি-ঘুপচি ঘুরে মরছি। বারোয়ারি শব্দ- আকাশ, শকুন, উড়াউড়ি……তবু আমার কাছে আকাশ মাঠ হয়ে যায়, শকুন হয়ে যায় শকুনি আর উড়াউড়ির যাবজ্জীবন জ্যামিতির ফ্রেমে। আমি বিধিলিপি মেনেই বলে উঠি, ‘চক্রের মাঠে এক শকুনি’। বলেই ভীষণ রাগ হয়, ইচ্ছে হয় কুলকুচো করে ফেলি এই শব্দের ঘ্রাণ […]
আঁধার জয়ের রাত
আঁধার জয়ের রাত আঁধার জয়ের রাত ~~~১ সাঁঝের গুন্জনে রাত নেমে আসে, গ্রহন লাগা চাঁদের স্বপ্নভঙ্গ হয় গভীর হয় রাত আমার সাথে জেগে থাকে। ~~~২ রাত ছুঁয়ে দেয় স্বপ্ন শরীর জোনাক বাতি জ্বলে, আঁধার হাওয়া গুনগুনিয়ে মেঘের পথ ধরে, রাতের বাহানা মেঘের পথে শিশির মেখে দেয়। ~~~৩ ঢলে পরা জ্যোস্না বেলায় কামুকী রাত্রী সাজে, অধরে […]
ভ্রান্তির চাতুরতায় ক্লান্ত মগজ
ভ্রান্তির চাতুরতায় ক্লান্ত মগজ ভ্রান্তির চাতুরতায় ক্লান্ত মগজ মনটা আমার ভাল নেই, চতুর দোলায় চঞ্চল মন আজ বর বেয়ারা ঢলে পরা বেলার মত ডানা ভাঙা ফড়িং এর মত ঈষাণকোণে কালো মেঘের মত যেন আমি বিষন্ন, গুমোট হাওয়ায় বাঁধা নীলকাশের আঁচল পারছিনা ছুঁতে শত চেষ্টায়ও ভ্রান্তির চাতুরতায় ক্লান্ত মগজ নেতিয়ে পরছি ঢলে শতরন্জির মোহ ঘ্রাণে আমি […]
বেড়ে উঠে কঙ্কালে যৌবণ
বেড়ে উঠে কঙ্কালে যৌবণ বেড়ে উঠে কঙ্কালে যৌবণ মোহচ্ছন্ন ঘুমের যন্ত্রণা আমাকে বাঁচিয়ে রাখে আঁধার পলেপলে, যখন সিঁধে যাই কালের জঙ্ঘায় আঁধার যাপনে, সিদ্ধহস্ত হয়ে উঠি পেকামাকড়ের ছায়ায়। রক্তমাংসের শরীর পচনের লীলায়, চুঁয়ে চুঁয়ে নিঃস্ব হই; বেড়ে উঠে কঙ্কালে যৌবণ মাটির নেশা, আঁধার যাপনে প্রসাধনী অঙ্গের চাতুরতা ভুলে, কঙ্কাল যৌবণ শীৎকারে আঁধার চুসে খায়। দিন […]