রাজন্য রুহানি

ভাবসংগীত

নিজের ভিতর ডুব দিয়ে মন নিজেকে কর অন্বেষণ; তোরই হাতে সোনার চাবি খুললে তালা দেখতে পাবি অপরূপের দর্শন। জগতজোড়া ছুটছে ঘোড়া; লুটে করে নেয় ওই ছয়চোরা সম্পদ যত, নিঃস্ব হয়ে ছুটিস কোথা কার চরণে রাখিস মাথা বোকার মতো? দৃষ্টির ভিতর উঠলে রবি অদৃশ্যেরই দৃশ্য পাবি সিদ্ধ হবে জীবন।। ধর্ম ধর্ম করে সবাই; দিবানিশি ধর্মের দোহাই […]

 রাজন্য রুহানি

খুঁজবো তাকে

যদি পূর্ণিমা চাঁদ লুকায় আঁধার-ফাঁকে, সেই আঁধারের বুকের ভিতর খুঁজবো তাকে। মিটিমিটি তারাগুলো বলবে কথা সরে যাবে ছিল যত দুঃখ-ব্যথা। যদি আকাশ ধরে রাখে মেঘের মেলা, আমার সাথে চলবে যে তার নীরব খেলা। বেঁচে থাকার মধুর সুরে চাইছি যাকে।। যদি আমার মনের মাঝে সুবাস ছড়ায় স্বপ্নগুলো সেই সুবাসে দু-হাত বাড়ায়, দিনে-রাতে খুঁজবো তাকে পথের বাঁকে।।