মামুন ম. আজিজ

পতন

মেঘগুলোও টেকি দুনিয়ার দূর্ণিবার বহমান গতি হতে শিক্ষা নিয়েছে। ঘর থেকে বের হবার কালে ছিল ঐ দূরে, সূর্য তখনও স্মিত রোদেলা হাসি হাসছিল। মুহূর্তে হয়ে গেলো ঘন কালো, দিগন্ত দৃষ্টির সীমানার রঙ বদলে গেলো। মেঘগুলো ছেয়ে গেলো মাথার উপর। তারপর মেঘ নিংড়ে নেমে এল ঝুমঝুম বৃষ্টি। ইংরেজী প্রবাদে যাকে কুকুর বিড়াল বৃষ্টি বলা হয় -সেরকম। […]