চারুমান্নান

দিয়েছি মুক্তি তোমায় পরবাসী অভিমান

দিয়েছি মুক্তি তোমায় পরবাসী অভিমান তবু কেন? এ পথ চাওয়া গোধুলী আঁধারে ঢেকেছে মুখটি তোমার পথ ঢেকেছে ধুলার আঁধারে, হাওয়ার ক্রন্দ্রন বেহাগ সুরে মেঘের ডমরু বাজে সাঁঝে; মেঘের কৃত্তন লগন রঙে রাঙা স্বপ্ন ধনু খুঁজিতে তির সিঞ্চন সাগর গহিন তোমার পথের নিশানা হারিয়েছি ঐ পথে। সপ্তপদী গমন রাতের বিভা অভিমানে আঁধার ডাকে, যদি ফিরে আসো […]

 চারুমান্নান

উত্তর আধুনিক কর্মমুখী জীবন এখন

উত্তর আধুনিক কর্মমুখী জীবন এখন শান্তিপূর্ণ জীবন যাপন মারত্মক অবনতি নির্লজ্জ অসাধুতায়,শতছিন্ন সমাজ বিষণ্নতা, মোড়ানো শ্রেণী বৈষম্যের মধ্যে বাড়ছে না পাওয়ার আকুলতা। উচ্চভিলাষী কিশোর যুবা আজ লাগামহীন ঘোড়া যেন জনজীবনে গভীরভ‍াবে গ্রথিত; জীবনের রূঢ় বাস্তবতাকে জানতে চায় রুখতে চায় শ্রেণীবৈষম্য। উত্তর আধুনিক কর্মমুখী জীবন এখন স্বামী-স্ত্রীর একক অ্যাপার্টমেন্ট মুখী সংসার; এক রোখা কর্মজীবী মহিলাদের ঘটছে […]

 চারুমান্নান

ভোর রাতের স্বপ্ন ভেসে আসে

ভোর রাতের স্বপ্ন ভেসে আসে ‍নিত্য আমার পথে আমারই ঘুরপাক খাওয়া, উন্মত্ত সভ্যতার রমরমায় প্রতিনিয়ত ক্ষুধার্ত হই; ক্রমশ অস্থির,দুর্বল হয়ে পরছি! ভয় পাচ্ছি কেন? শরীরে “ঘা”, উচাটন মন; ভাবনার দো’টানায় বিভক্ত হচ্ছি কেন? বিবেক আমার মুক্তি চায় চারপাশে বিপন্ন বিদ্রোহ, তাকে ঢেকে রাখে নগ্ন মেয়ে মানুষের শরীর ভণ্ডামির বর্ণচোরা আদর্শে ডুবছে সমাজ। তবু, একই পথে […]

 চারুমান্নান

কে তুমি?

কে তুমি? ~~~~কে তুমি? ‍কে তুমি? রাধার বসন করেছো হরণ। পাপ ধিক; ধিক যতবার ইতিহাস কলঙ্ক গা‍য়ে ‍মেখে, প্রণয়, প্রেম ‍লীলা রেখোছো সরব কালের আঁধার পথ ধরে। ও ‍যে প্রণয় বাসনা অযাচিত যন্ত্রণা রিপুর, কালে কালে বাঁধ ভেঙ্গেছে সেই উচ্ছ্বল স্রোতে! যে খানে বেদনা-সুখ মাখামাখি,‍ কোজাগরী চাঁদের জ্যোত্স্নায়। ১৪১৮@২৭ আষাঢ়,বর্ষাকাল

 চারুমান্নান

ক্ষুধার দ্বায়ভার কার?

ক্ষুধার দ্বায়ভার কার? বাসায় ফেরার প‍থ নিত্য যাওয়া আসা, আজ সকালে পথে চলতেই ~~~~ দুহাতে ভিক্ষা চায় প্রায় কয়েক জনতো গাসহা, প্রতি দিন, স্যার দুটো পয়সা দেন দেখলেই বিরক্ত লাগে; একই জায়গায় প্রতিদিন খুচরা পয়সা খুঁজতে হয়, আবার না দেখার ভান করে হাঁটতে হয়। কিন্ত আজ থমকে গেলাম কালো পয়লা জামা পরা, গা থেকে ঘামের […]

 চারুমান্নান

ঐ বিপ্লবী হেঁটে যায়

ঐ বিপ্লবী হেঁটে যায় ঐ বিপ্লবী হেঁটে যায় পথে রক্ত খোয়াবি আয় আমার সাথে আয়, পথে গেয়ে পথের গান শুনে সবাই সন্দিহান! কপালে উঠবে চোখ, একি রক্ত? এ যে লাল রক্ত আমার পথের ধুলায়। মানুষের রক্ত? কোন খুনিরা পিপাসা মিটায় নিষ্ঠুর পৈশাচিক মতিভ্রম দানব, ছড়িয়ে দেয় শ্রেণী বৈষম্য রক্ত কুঁড়ে খায়; অর্থলোভী দাবা নলে দগ্ধ […]

 চারুমান্নান

আকাশ জুড়ে মেঘে ভেসে স্বপ্ন দেখায় সদ্য

আকাশ জুড়ে মেঘে ভেসে স্বপ্ন দেখায় সদ্য এখন বর্ষা, বেদের বহর নাও ভাসান। বেদের ছুঁইয়ে ঢাকা নাও। ভাসে বর্ষার জলে। এ ঘাট ও ঘাট। বেড়িয়ে ঘুরে দিগন্তের গাঁও। সিঙ্গা ফুকে। সাপ খেলা দেখায়। বেদের বহর যেন, চুড়ি মালা‍র মেলা। নাওয়ের ছইয়ে ঝুলে, পোষা ঘুঘু জোড়া। নলে নলে দিয়ে জোড়া, পোষা ঘুঘুর ডাকে,শিকার করে তিলা ঘুঘু। […]

 চারুমান্নান

শরীর আমার কঙ্কাল ধিয়ানে নিঃস্ব করে ছারে

শরীর আমার কঙ্কাল ধিয়ানে নিঃস্ব করে ছারে মুক্ত আকাশ, মুক্ত বলাকার উড়ে চলা মহা শুন্যতা অবিরাম বিষন্নতায় ডুবে রয়। সেই পথের অনন্ত পথিক আমি আজন্ম নিষ্ঠায় কালের পথ খুঁজি। নদীর চপলতা, উছলে পরা যৌবন, দিগন্তে মেঘ বালিকার ঠোঁটে একচিমটি হাসির ঝলক প্রেমের প্রণয় করেছে পর। শব যাত্রার অমীয় স্বপ্ন পেয়ে বসেছে আমায় নীলিমার অসীম শুণ্যবসন, […]

 চারুমান্নান

তুমি হারা আঁধারে ডুবে স্বপ্নচাতুরতা

তুমি হারা আঁধারে ডুবে স্বপ্নচাতুরতা বর্ষা জলে ভেজা বন কুন্তল হিজল, তমাল, শিষ মনের হরষে উঠছে নেচে হাওয়ার তালে সবুজ পাতার অপার মায়া আকাশ পানে উড়ে ঐ স্বপ্ন ঘু‍ড়ি শঙ্খচিলের ডানায় ভেসে। আমি তোমার অভিসারের পথ ভুলে যাই, বরিষণের এমন দিনে জলের ছোঁয়ায় তৃঞ্চা বাড়ে ফিরে পায় নদী সাগড় মোহনায় তুমি হারা আঁধারে ডুবে স্বপ্নচাতুরতা। […]

 চারুমান্নান

কালের পর্দায় ঢেকে যাবে জীবন

কালের পর্দায় ঢেকে যাবে জীবন হরিণ শাবকটি যখন খেলছে লুকোচুরি মায়ের পিছে ‍পিছে এলোমেলো দলে সবুজ মাঠে উৎপেতে থাকা ধড়িবাজ শেয়াল নিল শাবকটির পিছু এক সময় হরিণ শাবকটির গলায় দিল কামর টেনে হেঁচড়ে ঝোঁপের আঁড়ালে লুকানো মা হরিণটি কত জায়গায় করলো ছুটাছুটি যদি ফিরে আসে তার শাবকটি। সন্তান শোকের যাতনা ভুলে আবার নতুন করে বাঁচবে […]

 চারুমান্নান

সময় কড়চা

সময় কড়চা ~~~১ ফির জনমে রাধা হব বিরহ যাতনায় কঙ্কাল বুক হিজল ব‍ন বর্ষায় ভিজে ঘুমের তন্দ্রায় স্বপ্ন যত। ফির জনমে বর্ষা হব ঝরে ঝরে, বিলিয়ে নিঃস্ব মাছরাঙা ঠোঁটে একটু আশা খ‍ানিক সুখের জোয়ারে। ~~~২ মরা নদী প্রাণ পেয়েছে উত্তাল ঢেউয়ে বুক খেয়া মাঝির বান ডেকেছে বৈঠা খেলায় জলের স্রোত। মরা নদী হিংস্র দহ তৃঞ্চায় […]

 চারুমান্নান

ঐ পথে চেয়ে থাকি আসবে সে

ঐ পথে চেয়ে থাকি আসবে সে জানি সে ফিরবেই হাওয়ার চন্দনের টিপ পরে। আসবে ভেসে মৃত্যু ঘ্রাণ নদীর জোয়ারে জ্যোত্স্না যবে পরেছে ঢলে আমার ক‍ঙ্কাল বৈধব্য, শুভ্র বসন নেই আগল খোলা খিরকী আমার দেখবার সহবাস। ঐ পথে চেয়ে থাকি আসবে সে গড়িয়ে বেলা, সাঁঝে না হয় রাত গভীর হলে! যখন খেলবে খেলা আঁধার উদল গায় […]