বেহাগ ছুঁয়ে জ্যোস্না নেশা বুকে বাজে
বেহাগ ছুঁয়ে জ্যোস্না নেশা বুকে বাজে এ কোন মহুয়া নেশা পেয়ে বসল এমন রাতে কাঁচা ঘুমে স্বপ্নভ্রম পরে রয় সিঁথানে হলুদ পাখির হলুদ পালক; পালক ছুয়ে স্মৃতির শ্রাবণ কষ্ট জলের বৃষ্টি ঝরায় গোলাপী চুম্বনে মেঘের পাঁজা থর থর করে কাঁপে চাঁদের শরীর আকাশ চাদরে রমনলীলায় সুতি পর্দা ছিন্ন নন্দনকর্ম আগুনের পরশমনির লেগেছ দাগ; বেহাগ […]