রাজন্য রুহানি

সংগ্রাম

আর একবার ঊর্ধ্বপানে তোল মুষ্টিবদ্ধ হাত আকাশ কেঁপে যাক থেমে যাক ইলেকট্রিক বাতাস কবেকার মরচে পড়া দরোজা ভেঙে পড়ুক নিমেষে টুইন টাওয়ারের মতো পাখিদের গানে না মুখরিত আনন্দ-বাজার না বসন্তের ওম দিয়ে কেনা জলপাইগুঁড়ো দিন অনুভূত না হোক রাতের আদর না পদ্য লেখা দাবি আদায় না হওয়া পর্যন্ত চোখ মেলে ভোর দেখা নতজানু সিজদায় নতজানু […]