অরুদ্ধ সকাল

চোখের ভাজে পাহাড় আছে

চোখের ভাজে পাহাড় আছে কলরব তার সকাল-সাঝে মাঝখানে তার ছোট্ট নদী দু-পাড় উষ্ণ ধারা ধারার মাঝে নোনা স্বাদ তাতে কষ্টপাড়া। চোখ আকাশে রূপ পাল্টায় কখনো হাসায়, কখনো ভাসায় কখনোবা চোখালয়ে হঠাৎ মেকি সঙ উচ্ছলতার পুকুর মাঝে এক ফোটা নীল রঙ রঙের মাঝে জীবনযুদ্ধ যুদ্ধে পরাজয় পরাজয়ের ক্লান্তি শেষে জলের ধারা বয় যায়না বাধা সেই ধারাকে […]