চারুমান্নান

আমি সেই বিরহী পাদুকা ছুঁয়ে হাটছি আজও।

আমি সেই বিরহী পাদুকা ছুঁয়ে হাটছি আজও। আমিতো পথ ভুলে অচেনা পথে হাটছি যেখানে আমার কড়ি কলম জীবন ব্যবচ্ছেদ,হারানো বংশ নন্দন কালের গর্ভে সতীদাহ। নদীর যৌবন ঢেকেছে চরবর্ণ,কালের কঙ্কাল করেছে গ্রাস বিরহী সুনিপূন সুরে’লা বাঁসি,রাধার চরন প্রদাহ ভাসে হাওয়ায় আমি সেই বিরহী পাদুকা ছুঁয়ে হাটছি আজও। নন্দীতার নীল আঁচলে, আকাশ সাজে ঐ; সেই ছায়ায় বাউল […]