বিরহী নন্দনদশা
বিরহী নন্দনদশা <!– –> তুমিতো ছিলে একদিন, সমুদ্রভাসান স্বপ্ন! বাম হাড়ের নিষ্ঠায় হয়তো দেখা হবে একদিন, পাতা ঝরার সজনে তলে; বিথীকার বেহুলার তাবর রাত জাগা পুষ্পঘুম শুধু কেঁধে কেঁদে পাঁপড়ি ভিজে, আমার সোনামুখি কষ্টগুলো বিরহী ঘুঘুর ভাবনায় ডাকে। আমার শুণ্যতালুতে, আকাশ আজ বহ্নিশিখা আমার রক্তমর্জ্জা; শুধু পুড়িয়ে ছাই করে! বিরহী নন্দনদশা শুধু রুপের নেশায় ক্ষুধা […]