আল মামুন খান

একটু সৌরভ বিলাবেন কি?

একটু সৌরভ বিলাবেন কি?

আপনি তখনো মাননীয় হয়ে উঠেননি হে মাননীয় আমরা তখন টগবগে যুবক তীরের ফলার মত চকচকে ভয়ংকর! উদ্যত ছিলার টানটান পিছু হটায় ব্যস্ত সবাই প্রচন্ড বেগে সামনে আগাবো বলে। ঐ সময় আপনার অগোছাল ঘর ছড়ানো ছিটানো তীরের ফলাগুলোও এক হতে পারছিল না আপনি বিষম দায়ে বিবশ অনুভবে রিক্ত প্রায় তখন আমরা-ই কিন্তু প্রচন্ড বেগে সামনে এগিয়েছিলাম […]

 আল মামুন খান

একদিন বিভুর সনে

একদিন বিভুর সনে

বিভু! আপনি তো কিছুদিন
সুন্দরবন এলাকায় ছিলেন
খুলনা আপনার তাই ভাল-ই দেখা আছে।
আপনার অবস্থানের সময় শিল্পাঞ্চলের ভরা যৌবন!
মানুষ-যন্ত্রের মিলিত রসায়নে
আনন্দে ভারী এক বাতাসে ভেসেছেন আপনি।