চারুমান্নান

আমি সেই বিরহী পাদুকা ছুঁয়ে হাটছি আজও।

আমি সেই বিরহী পাদুকা ছুঁয়ে হাটছি আজও। আমিতো পথ ভুলে অচেনা পথে হাটছি যেখানে আমার কড়ি কলম জীবন ব্যবচ্ছেদ,হারানো বংশ নন্দন কালের গর্ভে সতীদাহ। নদীর যৌবন ঢেকেছে চরবর্ণ,কালের কঙ্কাল করেছে গ্রাস বিরহী সুনিপূন সুরে’লা বাঁসি,রাধার চরন প্রদাহ ভাসে হাওয়ায় আমি সেই বিরহী পাদুকা ছুঁয়ে হাটছি আজও। নন্দীতার নীল আঁচলে, আকাশ সাজে ঐ; সেই ছায়ায় বাউল […]

 চারুমান্নান

তোমারই বিবর্ণ বাহানায়।

তোমারই বিবর্ণ বাহানায়। <!– –> ঐ যে বলেছিলে, কি জানি কথাটা পড়ছে না মনে এখন অনেক দিনতো হল! মনে না পরারই কথা বৃষ্টি ঝরা মেঘের মত। বৃষ্টি‍র ছোঁয়া বেশী বেশী অনুভূত হয় মেঘ ভাসলেই কেবল আকাশে স্বপ্ন বুনে মন। আকাশে তাকা‍লেই কেন জানি মনে পরে তোমার চোখ গভির মমতায় আঁকা, স্বপ্ন ছোঁয়া দেবীকে দেখছি যেন। […]

 চারুমান্নান

শীর্ণ নদীর স্বচ্ছ স্রোতে জলছবি ভাসে।

শীর্ণ নদীর স্বচ্ছ স্রোতে জলছবি ভাসে। <!– –> মাটির সাচে। যখন রং এর ছোঁয়া। প্রতি রুপ। অপরুপ না‍ন্দনিকতার মিশেল। চৌচির বিদির্ণ। সোদা মাটির বিলাপ। ধুলার শীর্ণ আবীর। তোমার নীল আঁচল ডুবেছে। ঢেকেছে সব চাওয়া। জলবতি মেঘ‍ ‍তুমি। একটু ছায়ায় ভিজে। কলাবতি মেঘ বালিকা। ছিলে যখন পাঁজরে। হারের লবণাক্ত নেশায় মত্ত। তুমি হয়ে উঠ। রৌদ্রচূড় বিমর্ষ […]

 চারুমান্নান

ধুপ ছায়ার নৈঃশব্দ।

ধুপ ছায়ার নৈঃশব্দ। <!– –> গভীর রাত চৈত্র’র। আঁধার ছুঁয়েছে প্রাণ। অন্ধকারে ঢেকেছে। আমার ঘুমানোর ঘড়টা। আমি স্বপ্ন দেখবো বলে। চতুর বাতাস আমার প্রণয়ি রাধা। আমাকে ছাড়া বাঁচবে না বলে। আমার কঙ্কাল শরীর। তাকে সুঁপেছি জনম আমার। আমি স্বপ্ন দেখবো বলে। রাতভর আঁধার শরীরে। প্রণয় ঝোপ ঝাড়। খিড়কি খুলে না। হাওয়ার শুনসান পথ চলা। আমি […]

 চারুমান্নান

আমার আলোর স্বপ্ন করেছে হরণ

আমার আলোর স্বপ্ন করেছে হরণ <!– –> নাটাই ঘুড়ির র্ঘূণিয়মান নাটাই যখন চঞ্চল ঘুড়ির ত্রাতা বুনে যায় অথচ এই ঘুড়ি যখন আকাশে উড়ে ও নিজেকে স্বাধীন মনে করে আকাশ নীলের শক্খতা খুঁজে ভুল করে বসে ভুলে যায় তার প্রথম উড়ার কষ্ট ক্ষণকালের মুর্চ্ছ্বা অতীত এক অদম্য নেশায় মাতে সে এক বর্ণময় স্বপ্ন সাধ সবটুকু বুকে […]

 চারুমান্নান

চৈত্র’র জ্যোস্না

চৈত্র’র জ্যোস্না <!– –> চৈত্র’র জ্যোস্না রাতভর কুটুম পাখির মত ভালবাসা কুড়ায় অবচেতন মনে হাওয়া গায় বেহুলার নিঃস্ব বেহাগ ঘুমহারা তন্দ্রা চৈত্র রাতে বিমর্ষ চরণ মুড়ে পরে রয় পথের ধুলায় আমি সাথি ওদের। রাতে কালের পাহারায়। কালের বিরামহীন চলা। আমি নষ্যি ক্ষদ্র কোণা। ছোট ছোট মেঘের ফালি। জ্যোস্না ঢাকে খানিক। ডুবে আসে রাতের বাহানা। চৈত্র […]

 চারুমান্নান

কালের নির্জন অহমিকা।

কালের নির্জন অহমিকা। <!– –> কতখানি পুষ্টির ভার। আনকোরা বোধের জন্ম। মেঘের সিঁড়ি পথ। উদাস হাফর টানে। কোজাগর বিদ্যা বৈভব। সনাতন পথ ফুড়ায়। তন্দ্রায় জেগে। হরিদাসির বাউল পথ হাটা। ওতো চায়না জীবন বৈভব। তবু ক্ষধার যন্ত্রণায় শরীর কাঁদে। প্রকৃতির খেলায় মত্ত। যাক যৌবণ ধুয়ে। সূবর্ণ আলোর নেশায়। শুধু নক্ষত্র চেয়ে চেয়ে। যে জীবন বিপন্ন বাজি। […]

 চারুমান্নান

মায়ের বুকে সুখের জাদু।

মায়ের বুকে সুখের জাদু। <!– –> নন্দন বাছিলা। একখান নাদুস নদুস ছাওয়াল। হামাগুরি দিচ্ছে ফুটপাতে। হিসুতে ভেজা বালুর কাদা। শরীর খানা মেখেছে আধেক। দুধের নেশায়। হাতের ময়লা আঙ্গুল চুসছে থেকে। বড় কড়ই গাছ। ফুটপাত ঘিঁসে। মূলটার আঁড়ালে পলিথিনের ঘর। দিনের বেলা কিছুই থাকে না। যেন পর্যটন তাবু। ঐখানে উর বাস। দুধের নেশায় উঠল কেঁদে। এক […]

 চারুমান্নান

আমার নিঃস্বার শুক্লাপঞ্চমী।

আমার নিঃস্বার শুক্লাপঞ্চমী। এই ক্ষদ্রকালের বলয়। আমার নিঃস্বার শুক্লাপঞ্চমী। বসন্ত তিথী খুঁজে ফিরি।কবে কখন প্রবেশ করেছি? আমি জা‍নিনা।শুধু বুঝলাম অভিবাসি। আমার জন্ম।আমার মৃত্যু।আমার পথে হাঁটা। এদিক ওদিক চেয়ে দেখা।পিছে ফিরে একটু ভাবা। একটু স্বপ্ন বুকে বাঁচা।স্বপ্ন ভেলায় ভাসা। উদাস মনে স্বপ্ন খুঁজা।প্রকৃতির অমিয় সুর সাধা। বৃষ্টির আলিঙ্গন।হাওয়ায় ডুবে বাঁচা। আমি আমার স্বপ্ন যাযাবর! ১৪১৭@২২ চৈত্র,বসন্তকাল! 

 চারুমান্নান

পথের হাওয়ায় কষ্ট ঘুরে!

পথের হাওয়ায় কষ্ট ঘুরে! <!– –> নৈশব্দের পথ যখন একলা শীর্ণ প্রাণ। মারিয়ে যাওয়া পথে তবু সে একা। বুক দিয়েছে পেতে,বলে পথ :আমাকে গ্রহন কর সমূলে। আমি নিঃস্ব বর। আমি যন্ত্রণার আকড়,বলে পথ :আমাকে মুছে ফেল। কালের পাতা হতে। ঐ যুগোল আমাকে মাড়িয়ে গেল দর্পে ধুলার স্নানে নগ্ন ছাপে মরন,বলে পথ :আমাকে গ্রহন করে লীলাবতী […]

 চারুমান্নান

নিসর্গ পথে হাটবো আমি কবিতায় বিসর্জন

আমার সাথে রাত যাপনে নষ্ট রাত মিশেল কালের বাহানা আমাকে নষ্ট হতে আপ্লুতো করে ভৌতিক বাসনা আমার হূদপিন্ডকে ছিন্নভিন্ন করে হায়নার বিভৎস শিকাড় চাতুরি আমার মনের মাদকতাকে গোগ্রাসে গিলে ‍ফেলে উল্লাসে আমি লজ্জায় ধার চেয়েছি আকাশ পানে একটু রং এর নীল যে আলো জীবন বিভা আমি নষ্ট হতে বেঁচে যাই আমার আঁধার গুহা ভরবে সুবর্ণ […]

 চারুমান্নান

মরা নদীর কান্না

মরা নদীর কান্না এই চৈত্র’এ শীর্ণ দশা খাল বিল নদী নালা,নদীর বুকে উঠেছে জেগে ধু’ধু বালুর চর। রৌদ্র তাপে চৌচির মাটি খাল বিল ডোবা নালা, মাঝির নৌকা পরে আছে ঠাঁই পায়ে হেটে পারাপার গন্জের হাটুরেদের। নদীর পাঁজরে তির তির করে যাচ্ছে বয়ে মরা নদীর কান্না স্বচ্ছ জলে পাতি হাসের জলকেলি মগ্ন শিকার নেশায় মাছরাঙা আর […]