‌কবিতা

 নাপাক ঈশ্বর

শ্যামা

অলেখিত অবুঝ প্রার্থনা মোর কর তুমি অনুমান। তোমার শ্যামাঙ্গ; শ্রবণ তারার মত। প্রতিনিয়ত নত শ্রদ্ধাধান। হারিয়ে যাওয়ার সমকালীন স্রোতে, বিচলিত-বিহ্বল মন। শ্যামাধানের শ্যামল রূপের সৌন্দর্যের- মত; করেছো হরন। এই সন্ধ্যাকালীন বারিধারায়; ক্ষণকালীন সম্ভাবনায় বুকের বাঁ পাজরের আবেগের কথা বলছি, কান পেতে শুনো। “ভালোবাসি। শ্যামা মেয়ে তোমায়; বড় বেশি ভালোবাসি।”

 হরিপদ কেরানী

তুমি কই?

তুমি কোথায়? শহরের অনেক খবর তোমাকে জানানো দরকার তুলোউড়া মেঘে ছেয়ে গেছে পুরোটা শহর সোনার দামে মিলছে শীতের শবজি। সামনে ইলেকশন-দুঃখ ঘুচে যাবে হাড়জিরজিরে মানুষের তারা পরিণত হবে সুমো কুস্তগীরে। কদিন পর ফুটবে আমের মুকুল আনন্দে হাসবে বুড়ো রবীন্দ্রনাথ বজরা ভাসাবেন গড়াই নদীর বুকে। জমে উঠবে জলসাঘর শহরের বনেদী এলাকায় বাঈজীর নাচে মাতাল হবেন শহরের […]

 আহমেদ মাহির

শিকড় ছিড়ে যাবার পুর্বকাল

শৈশবের দিনগুলো বড় অদ্ভুত ছিল ভাঙাচোরা নড়বড়ে ঘরটিতে বেশ শক্ত খুঁটির ওপর দাঁড়িয়ে ছিল ভালোবাসা সম্পর্কের বন্ধনে । ভালোবাসা ছিল দাদীমা’র হাতে কাঁঠাল পাতা দিয়ে আঁকা পানের খিলির প্রতিবিম্বে কিংবা তোষকের নিচে লুকোনো গলিতপ্রায় ফানটা লজেন্সের মোড়কে । ভালোবাসা ছিল রোজ সকালে পুকুরপারে দাদীমা’র দুধ-শাদা চুলে সোনালী রোদের ঝিকিমিকি খেলায় ! শৈশবে ভালোবাসারা ঘুরে বেরাত […]

 আজিজুল

জাতিসংঘের নগ্ন অধিবেশন

জাতিসংঘের নগ্ন অধিবেশন

মুড়ি মুড়কির মতন ভালোবাসা খাচ্ছি- চিবুচ্ছি। এরপরে গতবাধা ছন্দে মানবদরদী বানী দিচ্ছি। জার্নালিজমের ভুতগুলো সম্পাদকীয় কলামে স্থান পেলেও তোমার নাভির সাথে সংযোগ খুজে পাইনা। ব্যাপার না হে বত্স, ধৈর্য ধর। রক্ত খাবে? কিংবা তামাটে রংগা বাশিটাকে- যা কিনেছি অলিতে গলিতে চুরি যাওয়া রোজ বিক্রি করা মহিলাটার কাছ থেকে সেও নাকি খোয়া যায় রাত, দুপুরে আর […]

 রাবেয়া রব্বানি

আবার এমুন রাইত

আবার এমুন রাইত

আবার এমুন রাইত আবার মন আউলা হইলো আবার আইলো হুতাশ বাতাস। আমি দরজায় খিল দিয়া চুপচাপ ; “সুখে থাকো’ আঁকা বালিশে গুজি মুখ। আসমানি রঙ্গে ধার দিলো চান কি জানি, কারে করব খুন? আবার চান্নি রূপার দরে এমুন বিয়ান রাইত! পুস্কুনির পাড় পিছল আরো, বটের ঝুড়ি নামলো আরো নিছে আর ঘোলা পানিতে ভাসে কি? ঠাহর […]

 চারুমান্নান

আমি ক্লান্ত এই সূবর্ণ বেলায়

আমি ক্লান্ত এই সূবর্ণ বেলায় আমি ক্লান্ত এই সূবর্ণ বেলায় শিকড় সন্ধানে জন্মবধি;আর্যদের আধিপত্যে এই জনপদ নদী নালার সবুজ তীরে নঙ্গর গেরেছিল কালের পিতামহ বংশের দ্বীপ জ্বলা নর এবং নারী। পাথরে ঘুষে ঘুষে পাথর ফলা,লাঙ্গল ফলায় পশুর কাঁধে জোঁয়াল কর্ষন করেছিল জমি; শুকনো বীজে সবুজ ফসল নবজাতক শিশু মায়ের কোল জুড়ে নীল আকাশের সাথে, জ্বলা […]

 নীল নক্ষত্র

সুরের খেয়া

যদি আমায় ভুলে যাও তুমি ভুলোনা আমার এ গান ঘুম ভাঙ্গা রাতে এ গান গেয়ে জুড়ায়ো তোমার প্রান। যদি নিশীথে জাগে মনে শিয়ের দীপ জ্বেলে বাতায়নে খুজো আমায় তারার মিছিলে রাত জাগা পাখি হয়তোবা শোনাবে আমারই গান। বিকেলে মিষ্টি রোদে বসে দৃষ্টি মেলে দিও দূর গগনে কখনো খুজে সন্ধ্যায় সেই উদাস নদীর তীরে আমারই সুরে […]

 সালেহীন নির্ভয়

হেরে যাবেন মহামতি ঈশ্বর

সাম্যের হাওয়া শূন্যে শূন্য হলে অবরুদ্ধ নিঃশ্বাসে আহত প্রান কাতরতায় কাব্য হারায় স্মিগ্ধ রোদ্দুরে ভাসে না সবুজ ঘাস সাম্যহীন সমাজতন্ত্রের জন্মকালে মর্ত্যে অমৃত নরক রচিত হবে। আর নবজন্ম হবে অভিশপ্ত জোডাস অন্তরে উৎসারিত নিঃস্বার্থ্য প্রেম লীন হলে হেরে যাবেন মহামতি ঈশ্বর মানবের তরে শৈল্পিক সৃষ্টি অনর্থক হওয়ায়

 সালেহীন নির্ভয়

পরাবাস্তব

শুধু প্রাণ বায়ূ হয়েই পৃথিবীর বাইরে ছিলাম অন্য কোথাও প্রথম মানবের প্রথম ভুল অতঃপর পৃথিবী বৃত্তে বন্দী হওয়া আহা! কেন্দ্রব্যাসবিহীন কী স্বাদের বৃত্তে আজন্ম মিথ্যে সংগ্রাম; ধর্ম ও নারীর স্তনে পুরুষের পুষ্প অর্পন এবং সমস্ত অলিক কল্পবিলাসিতার পর একদিন পরাবাস্তব জগতে পদার্পন।

 চারুমান্নান

সে তো ভাসে স্বপ্নে টইটুম্বর

সে তো ভাসে স্বপ্নে টইটুম্বর কি করে পারলে বযে বুকে, সাগরের ঢেউ এর মত আছরে পরা তোমার দীর্ঘশ্বাস; সে তো ভাসে স্বপ্নে টইটুম্বর অথচ তুমি একই পথে বার বার হাটলে অচিন পথিকের মত অচেনা পথ বলে । মনের ডাঙ্গায় তোমার বাসা না,তোমার ডাঙ্গায় মনের বাসা, বুঝতে গড়িয়ে গেল সময়; পথের আইলে গজিয়েছে বন চিরহরিত মহুযার […]

 চারুমান্নান

আমি চাই তারে!

আমি চাই তারে! আমি চাই তারে বেলা শেষে, সাঁঝে ছড়িয়ে থাকা মায়ার খুব সান্নিধ্যে অকুল পাথারে, বিবর্ণ চাওয়া যখন হয় নিঃস্ব আমি চাই তারে, পৌষের হিম শীতল হাওয়া টেনে । কবিতার বই’এ জ্বলজ্বলে কবিতার কথা যথন আমাকে মুখ ফেরায়, বর্ণমালার নিবিষ্ট আঁচল যখন উমে কাতর আমি চাই তারে । ১৪১৭@১১ পৌষ,শীতকাল

 হরিপদ কেরানী

বেহুলা-লক্ষিন্দর

হতে পারি লক্ষিন্দর যদি তুই হস বেহুলা আমার খেতে পারি লক্ষ ছোঁবল রেখে হাত কাল কেউটের ফণায়। ভেলায় চড়ে অবলীলায় ভেসে যাব কৈলাসে প্রিয়তমা, তুই থাকিস যদি বেহুলা হয়ে পাশে।