গাহি সাম্যের গান
গাহি সাম্যের গান
তারুণ্য ছন্দে, ক্ষণে ক্ষণে দুলিবে প্রাণ।
এসো হে সবুজ,
গহণ আরণ্যক;
আলো -ছায়াময় গোধূলিতে,
শাণিত হবে শত প্রাণের হিল্লোল,
তর্জন-গর্জনের ছন্দে বহিবে
বির্মূত কোন তিমির রাতে।
স্বচ্ছ ফেনিল তীরের বেলাভূমে,
দাঁড়িয়ে ঠাই!
করিব সত্যের অবগাহন।
রক্তিম আভায় ভরিবে,
জোৎস্না রাত।
সুন্দর এক সকালের প্রতীক্ষায়!
-Shabiha Suchi
You must be logged in to post a comment Login