সত্যান্বেষণের প্রচেষ্টায় সকল রাজনৈতিক দলে পদার্পন এবং আমার রাজনৈতিক ধারনার বিবর্তন
একজন পর্যটক ছুটে বেড়ায় দেশ থেকে দেশান্তরে, পৃথিবীর এপাশ থেকে ওপাশে। মনের সাধ মেটানোর জন্য, বিভিন্ন স্থানের কৃষ্টি-কালচার, প্রকৃতি, মানুষ সম্পর্কে জানতে। রাজনৈতিক দলগুলোতে বিভিন্ন সময়ে আমার পদার্পন ছিল একজন পর্যটকের মতই। ঘুরে বেড়িয়েছি এক দল থেকে আরেক দলে। সকল দলে পা ফেলেছি। একটি সত্যের খোঁজে, একটি আদর্শবাদী, মানবতাবাদী দলের খোঁজে যাদের ছায়াতলে আমি আশ্রয় […]