ভালোবাসা তোমাকে দিলেম ছুটি
১. ভালোবাসা তোমাকে দিলেম ছুটি যাও যেখানে খুশী বুকের ভিতর আমি এখন নীল বেদনা পুষি// ২. আজ কাটুক দিন তোমাতে মগ্ন হয়ে কিছু সময় জমে থাকুক দু’চোখে স্বপ্ন হয়ে// ৩. ভালোবেসে যদি করে থাকি ভুল হোক তবে ভুল তোমার পথ থেকো তবু সরবো না এক চুল// ৪. ভালোবাসার হাত ধরে হাঁটো তুমি সুখের ছায়াপথে নোনা […]