নিরবিচ্ছিন্ন কবিতাসমূহঃ পাখিসমাজের কাছে থেকে.
অপেক্ষা একটা তীব্র পেলব রাতের অপেক্ষায় আছি যার অধর ছুঁয়ে যাবে মখমল রঙে আমি ছুঁয়ে যাবো তাঁর হৃদয় অলিন্দ্য; পোড়ামুখি নয় সপ্রতিভ আবেশে, শুনেছি, রাতের গতরে জড়িয়ে থাকে অশেষ ওম আমি ওম ছুবো, ওমের গতর ধরে টান দিয়ে ভেতরে দেখে নেবো নির্নিমেষ মোহময়তা, মোহময়তায় আমার আকাক্ষখা ঢের তাই ফি-রাত মোহময়তাকে খুঁজে ফিরি দূর্নিবার টানে। রাতের […]