Manisha Sarker

প্রত্যাখ্যাত

প্রত্যাখ্যাত

কলিং বেলটায় একবার চাপ দিয়েই হাত গুটিয়ে বসে রইল তন্দ্রা। আজ আর রোজকার মত পরপর তিনবার বেল বাজিয়ে তার আসার আগাম বার্তা জানাতে সাহস পেল না। দেখার আগেই ভিতর থেকে জেনে যাবে তাকে এ আজ তার জন্য বড় লজ্জার। আগন্তুক ভাবুক। সেই ভাল। লজ্জা আড়ালের আরো দু’এক পলক সময় পাওয়া যাবে তাতে।