মেঘ

বনকুসুম

আকাশ মস্ত নীল। যেন খুব করে কেউ রঙ গুলে ভিজিয়ে দিয়েছে।

 মেঘ

মেট্রোদিন

সকাল আট’টা দশ ঘড়িতে এ্যালার্ম দিয়ে রাখার পরও অপলার ঘুম ভাঙতে আজ দেরি হয়ে গেছে। গভীর ঘুমের অতলে তলিয়ে থাকা অপলার কানে এ্যালার্মের সুরেলা আওয়াজ ওর ঘুমের কোন বিঘ্নই ঘটাতে পারেনি। জানালার পর্দার ফাঁক গলে রোদ যখন ওর চোখ বরাবর পড়ে বেলা বাড়ার কথা জানান দিল তখন সত্যি বেশ দেরী হয়ে গেছে। রোদ পড়াতে অপলার […]