চোর কাঁটা
একটু খানি আধাঁর হলে কি বা এমন ক্ষতি বল আমার কষ্ট গুলো অন্ধ আর হিমশীতল হয়ে কুঁকড়ে আছে সেই কতদিন,কত বিনিদ্র প্রহর… আমি তাদের মত নিস্তব্ধ হয়ে জেগে থাকি আর একটু আঁধারের প্রতীক্ষায়, আমার শীতল আর নিরলপ্ত মগ্নতা তোমাকে কি মনে করিয়ে দেয় নি আমিও একদিন ভালবেসেছিলাম, একদিন আমিও স্বপ্ন দেখেছিলাম, তোমাকে আলিঙ্গন করে বলেছিলাম […]
এলোমেলো
আজকে নিঝুম রাতে ঘুম ভেঙ্গে দেখি, নিকশ কালো অন্ধকারে নির্ঘুম এক চাঁদ নিশাচর আর বন্য, অথচ কি ভীষণ নিরলিপ্ত যেন ঠিক আমারই মত অভিমানে জেগে আছে দুঃখ বুকে চেপে তবু সান্ত্বনা দেয় আমায়, আমি বলি, একদিন আমিও তোর মত পরবাসী হব, একদিন আমিও দলছুট হব , একদিন আমিও অমাবস্যায় হারিয়ে যাব, চাঁদ এখন স্তব্ধ ,কান […]
তুই কী আমার আকাশ হবি?
তুই কী আমার আকাশ হবি? আমার সকল ব্যথার পরে মাঝে মাঝে কোমল করে একটু নাহয় হাত বুলাবি। তুই কি এমন ভোরের আলোয় আমার মাঝে রঙিন হয়ে আগুণ রাঙ্গা অন্ধকারে জ্বলজ্বলে এক সূর্য হবি? আমার অনেক অহংকারে ভুল বোঝা সব স্বপ্ন হয়ে তুই কি আবার পথ হারিয়ে আমার চোখে ঘূম পাড়াবী?
সঙ্গিনী
তোমাতেই শেষ পর্যন্ত ফিরে যাই আমি, তোমাতেই থমকে যাই এ যেন এক অভিশাপ তোমার সঙ্গিনী এ যেন তোমার দ্রোহের পাপ বহন করছি আমি অহর্নিশ। আমরা দুজন পাশাপাশি হেঁটেছি কতটা পথ? তুমি জানতে চাইলে অহমিকায়, আমি জানি এ কেবল অক্ষমতা আমার , আমি যে হাঁটতে জানিনা,আমি কেবল খুঁড়িয়ে চলেছি তোমার পথে,তোমার পিছু পিছু,তুমি মুচকি হেসে বল […]
ক্রোধ
নিজেকে যতটা অসহায় মনে হয় আজকাল, তার চেয়ে মনে হয় অভিশপ্ত, যেন নরকের অগ্নিস্ফুলিঙ্গে জলে পুড়ে ছারখার হব বলেই বেঁচে আছি। আমার ক্রোধ আমাকে হতাশ হতে দেয়না, আমাকে ক্রুদ্ধ করে,আমাকে বাক রুদ্ধ করে, আমি গুমরে মরি আগামি কালের জন্য প্রস্তুত হই, আমি বাঁচি এক নতুন ভোর দেখব বলে। আমি জানি এই নরকের প্রহরীরা, এই জাহান্নামের […]
নিয়তি
তোমার অবশেষ আর নির্বিশেষ অন্ধকারে মুখ গুঁজে হারিয়ে যাব আমি এই আমার নিয়তি, তুমি সীমা থেকে অসীমে ,মোহ থেকে ভ্রান্তিতে প্রত্যাবর্তন করবে ,আমি জানি এটাই আমার নিয়তি। আমার নিয়তির মত আমিও তুমি থেকে তোমাতেই আবদ্ধ হয়ে পড়ি, আমি কেবল মেঘ হয়ে ছুঁতে চাই আকাশ হবার আকাঙ্ক্ষা, আমার নিয়তি আমাকে তোমাকে ছুঁতে দেয়না, কেবল ই ভেসে […]
মুগ্ধ প্রেম
আমি তোমার অশ্রুকে ছুঁয়ে দেখেছি এক নির্লোভ প্রেমিকের মত যে কেবল পাণ্ডুলিপি হয়, তোমার দুঃখ তোমার প্রেমে আমি কেবল জড়াজড়ি করে থাকি বট গাছের আগাছার মত। তুমি অবজ্ঞায় আমাকে ধারন কর শুধু কখনও আলিঙ্গন করনা নিবিড় ভাবে, তুমি আমার মাথার চুলে তোমার কোমল আঙ্গুলের বিলি কেটে দাও আমি আবিষ্ট হই পরম মোহে, আমি একে প্রেম […]
প্রতিশ্রুতি
আজ শেষ বারের মত ঐ ঘুটঘুটে অন্ধকার রাত কে সাক্ষী করে বলছি নিশ্ছুপ কষ্টের মত,হিম শীতল ক্ষোভের মত আমিও একদিন দাবানল হব,অগ্নিস্ফুরন হব তোর মত করে অবুঝ আর জেদি হব, গুমরে মড়া চাপা যন্ত্রণায় আর একটি গোধূলি কেও আমি রাত হতে দিবনা। এই শেষ বারের মত তোর বুকের মাথা রেখে বলছি অতলান্তিক জলে আমি ডুবুরি […]
এখন ই সময়…… কিছু প্রশ্ন
আমরা কি একটা গবেট, অথর্ব জাতি তে পরিনত হয়েছি? আমরা এখনও কেন চুপ করে বসে আছি ,কেন এখনও বড় বড় বুলি ঝেরে ফেলে,স্বার্থপরতা ঝেরে ফেলে আমরা কি অন্যায় আর অবিচার এর বিরুদ্ধে , দুর্নীতির বিরুদ্ধে আমরা কি অত্যাচারী শাসক গোষ্ঠীর বিরুদ্ধে ,দ্রব্য মুল্যের ঊর্ধ্বগতির বিরুদ্ধে ,কু রাজনৈতিকতার র বাইরে এসে কেবল আমাদের মত আমাদের বাংলাদেশ […]
মোহ চক্র
যুগ যুগান্তরে মানুষ পরকীয়ায় জড়িয়েছে তার মুলেও ছিল এর মোহাবিষ্টতা ।মানুষের খুব সাধারন একটা ধর্মই হল প্রাপ্তির পূর্ণতা নতুন এক ধরনের শূন্যতা সৃষ্টি করে যা মোহ দ্বারা ভারাক্রান্ত হয়। মানুষ তখন এই মোহে নতুন কোন আকাঙ্খা দ্বারা আবিষ্ট হয় যা খুব সাধারন ভাবেই নতুন কোন বিষয়ে প্রেম সৃষ্টি করে। অথচ পুরাতন প্রাপ্তির সীমার বিষয়ে তখন এক রকম ভ্রান্তি সৃষ্টি হয়,যা জটিলতার কারন।
অনুশুচনা
তোমার দুঃখ সমুদ্রে আমি ভাসতে পারিনি কখনই, কেবলই বালুচরে হেটে গেছি, কুড়িয়েছি মৃত শামুক আর ঝিনুকের দেহ, উল্লাসে চিৎকার করেছি,ভেবেছি তুমি আনন্দ ভেলায় জড়িয়ে আছো আমার সবটুকু সান্ত্বনা। অথচ তখন ও তুমি সাইক্লোনে ফুঁসছ তোমার অস্থি মজ্জায় ছড়িয়ে পড়ছে ফেনিল বেদনার ঢেউ, কী শান্ত ই না দেখাতো তোমাকে তখন! ভুল করেও আমি ভাবিনি, জীবনের সায়ন্তনে […]
অন্য রকম প্রেম
অদ্ভুত প্রেমে মগ্ন তুমি এবং আমি, যে প্রেমে কোন উচ্ছ্বাস নেই, স্পর্শে কোন উল্লাস নেই, বিরহে কোন ব্যাকুলতা নেই, তোমাতে আমাতে কোন দ্বিমত নেই অথচ নেই কোন ঐকতান । তুমি আমি পাশাপাশি চলি এক সমান্তরাল পথে যে পথের শেষ হবে মিলনের অতৃপ্তিতে, তবু অভিযোগ নেই আছে কেবল হৃদয় এর হৃদ্যতা, আছে শুধুই চাহিদা হীণ অসীম […]